১৫ জুন থেকে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি! তার আগে চটজলদি ঘুরে আসুন! শেষ মুহূর্তের রোমাঞ্চকর ভ্রমণ

Last Updated:

বৃষ্টিভেজা সবুজ টানছে? চটজলদি ঘুরে যান ডুয়ার্সের জঙ্গল থেকে। রোমাঞ্চকর হাতছানিতে মন ভাল হবেই। আর মাত্র ক'টা দিনই খোলা ডুয়ার্সের জঙ্গলের দুয়ার! তারপরেই বন্ধ হয়ে যাবে পর্যটকদের জঙ্গল ভ্রমণ।

+
ডুয়ার্সের

ডুয়ার্সের পর্যটকের ভিড়

জলপাইগুড়ি: বৃষ্টিভেজা সবুজ টানছে? চটজলদি ঘুরে যান ডুয়ার্সের জঙ্গল থেকে। রোমাঞ্চকর হাতছানিতে মন ভাল হবেই। আর মাত্র ক’টা দিনই খোলা ডুয়ার্সের জঙ্গলের দুয়ার! তার পরেই বন্ধ হয়ে যাবে পর্যটকদের জঙ্গল ভ্রমণ। বর্ষাকালে সবুজে অপরূপ সাজে সেজে ওঠে জঙ্গল। বৃষ্টির টুপটাপ শব্দ, ভেজা মাটির গন্ধ, আর সবুজের মাঝে ঘুরে বেড়ানো বন্যপ্রাণ—এই রোমাঞ্চ উপভোগ করার সময় যে আর বেশি নেই। উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গল পর্যটন বন্ধ হয়ে যাচ্ছে ১৫ই জুন থেকে। কারণ? বন্যপ্রাণীদের প্রজনন মরসুম।
তাই এখনই সময়, হাতে সময় মাত্র কয়েকটা দিন। গরুমারা, জলদাপাড়া, বক্সা, চাপরামারি—সব জঙ্গলেই শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের জঙ্গল সাফারির তোড়জোড়। অন্যদিকে, শিলিগুড়ি থেকে যাঁরা সিকিমের পথে বেরিয়েছেন, আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেকেই ঘুরে যাচ্ছেন ডুয়ার্সের পথে। সিকিমে ধস আর বর্ষণে বিপর্যস্ত অবস্থা, তার মধ্যেই শান্ত, সবুজ আর বন্যজীবনে ভরা ডুয়ার্স যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই জঙ্গলে পর্যটকদের ভিড় হচ্ছে প্রচুর।
advertisement
advertisement
advertisement
জঙ্গল ভ্রমণের টিকিটের দামেরও খুব একটা হেরফের হয়নি।  লাটাগুড়ি থেকে যাত্রাপ্রসাদ মাত্র ১৩৩০ টাকা, লাটাগুড়ি থেকে চুকচুকি ৯৬০টাকা, লাটাগুড়ি থেকে মেদলা: ১৩৩০ টাকা, চন্দ্রচুর ভ্রমণ হবে মাত্র ১৩৭০ টাকায়, চাপরামারি ১৫৩০ টাকা। জিপ সাফারিতে চোখে পড়তে পারে হাতি, গৌর, হরিণ, বুনো শুয়োর কিংবা ভাগ্য সহায় থাকলে দর্শন হতে পারে চিতা ।
advertisement
গাইডের বর্ণনায় প্রাণ পায় প্রতিটি ঝোপঝাড়, প্রতিটি পশুর পদচিহ্ন। ডুয়ার্সের জঙ্গলের সেই ময়ূরের ডাক, ধোঁয়ামেঘে ঢাকা ঘন সবুজ, আর রোমাঞ্চের ছোঁয়া—সব মিলিয়ে ছুটির আগে একবার না ঘুরে এলে আফসোস থেকেই যাবে। তাই আর দেরি নয়—জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, লাটাগুড়ি হয়ে আজই পৌঁছে যান প্রকৃতির কোলে। সবুজের এই স্বর্গদ্বার কিছুদিনের জন্য হলেও হাতছানি দিচ্ছে আপনাকেই!
advertisement
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
১৫ জুন থেকে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি! তার আগে চটজলদি ঘুরে আসুন! শেষ মুহূর্তের রোমাঞ্চকর ভ্রমণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement