Jamai Sashti Taalpatar Hath Pankha: জামাইষষ্ঠীর আগে নন্দিতা দেবীর নকশা করা পাখার চাহিদা তুঙ্গে! 

Last Updated:

Jamai Sashti Taalpatar Hath Pankha: জামাইষষ্ঠী উপলক্ষে তালপাতার পাখায় নতুনত্বের ছোঁয়া পেতে চাইছে বালুরঘাটবাসী। আর সেই আবেগকে কাজে লাগিয়ে তালপাতার পাখার উপর রংবেরঙের নকশা, নতুনত্ব কলকা নানা অভিনব ডিজাইন এঁকে তাক লাগিয়েছে শিল্পী নন্দিতা গুহ রায়। 

+
জামাইষষ্ঠী

জামাইষষ্ঠী উপলক্ষে নকশা করা পাখার চাহিদা তুঙ্গে 

দক্ষিণ দিনাজপুর: জামাইষষ্ঠী উপলক্ষে তালপাতার পাখায় নতুনত্বের ছোঁয়া পেতে চাইছে বালুরঘাটবাসী। জামাই আদরে যাতে কোনও খামতি না থাকে তার জন্যই আগে থেকে চলে জোর কদমে প্রস্তুতি। বিশেষত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সাবেকিয়ানা ফিরিয়ে আনতে চায়। আর সেই আবেগকে কাজে লাগিয়ে তালপাতার পাখাগুলোকে রঙিন করে তার উপর রংবেরঙের নকশা, নতুনত্ব, কলকা অভিনব ডিজাইন এঁকে তাক লাগিয়েছে শিল্পী নন্দিতা গুহ রায়। ফলে চলতি বছরে মন কেড়েছে ক্রেতাদের।
পাখার অর্ডার বেড়েছে অনেকটাই। চাহিদা ব্যাপক থাকায় নন্দিতা দেবী রীতিমতো রাত দিন এক করে তৈরি করছেন এই নকশা করা পাখা। সাধারণত তালপাতার পাখা জামাইষষ্ঠির একটি অন্যতম প্রধান উপকরণ। চিরাচরিত সময় থেকেই বাঙালি তাদের ষষ্ঠীর আচার সারে হাতপাখা দিয়ে। পুজোর পর জামাইকে সন্তান স্নেহে পাখার বাতাস করার আচার রয়েছে বাঙালির। তাই জামাইষষ্ঠীর পূর্বে নন্দিতা দেবীর নকশা করা পাখার চাহিদা নিয়ে বেশ শুরু হয়েছে তোড়জোড়।
advertisement
আরও পড়ুন: মাছ তো নয়, ‘মহৌষধ’! প্রোটিন-ক্যালসিয়ামে ঠাঁসা আত্রেয়ী নদীর এই মাছেই সুস্থ হার্ট-লিভার-কিডনি! নিমেষে নামবে কোলেস্টেরল থেকে ওজন!
এ বিষয়ে হস্তশিল্পী নন্দিতা গুহ রায় জানান, “চলতি বছর পাখার মধ্যে একটু অভিনবত্ব আনতে তৈরি হচ্ছে নকশা করা পাখা। প্রথম অবস্থায় তেমন চাহিদা না থাকলেও বর্তমানে পাখায় ফুটিয়ে তোলা ডিজাইনের চাহিদা এখন ব্যাপক হারে বেড়েছে।” তার এই অভিনব উদ্যোগের মধ্য দিয়েই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। দামও রেখেছেন সাধ্যের মধ্যেই। মাত্র ৭০-১২০ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: হাতে আসবে নগদ নারায়ণ, সবুজে ভরে যাবে এলাকা, মহিলাদের জন্য চালু হল নতুন প্রকল্প!
সাধারণ তালপাতার পাখার মধ্যে নানা রঙের ফেব্রিক দিয়ে রং করে তার উপর রকমারি ডিজাইনের নকশা এঁকে, ধার দিয়ে রঙিন কাপড় দিয়ে সাজিয়ে তুলছেন পাখাগুলো। শুধুমাত্র তাই নয়, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পছন্দসই নকশাও তৈরি করে দেন তিনি। সামান্য লাভ রেখে রংবেরঙের পাখাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলে এবার নন্দিতা দেবী বানাচ্ছেন সাবেকিয়ানা এই পাখা। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিপণনের ব্যবস্থা করেছেন তিনি। অনলাইনের মাধ্যমে কিনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্রেতারা।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jamai Sashti Taalpatar Hath Pankha: জামাইষষ্ঠীর আগে নন্দিতা দেবীর নকশা করা পাখার চাহিদা তুঙ্গে! 
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement