Jalpaiguri News: প্যাকেট দুধের ভিড়ে হারাচ্ছে ৮০ বছরের ঐতিহ্য! সঙ্কটে জলপাইগুড়ির বউবাজারের 'দুধহাটি'
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়ির বউবাজারের ৮০ বছরের ঐতিহ্যবাহী দুধহাটি প্যাকেট জাত দুধের ভিড়ে হারিয়ে যাচ্ছে. তিন প্রজন্ম ধরে চলা এই ব্যবসা আজও টিকে আছে, কিন্তু ক্রেতা কমছে এবং তরুণ প্রজন্ম আগ্রহী নয়.
জলপাইগুড়ি: প্যাকেট জাত দুধের ভিড়ে ক্রমেই হারাচ্ছে ৮০ বছরের ঐতিহ্য। স্বাধীনতার আট দশক পেরিয়ে এলেও সময় যেন থমকে আছে জলপাইগুড়ির পান্ডাপাড়া সংলগ্ন বউবাজারে। আজও টিকে রয়েছে একটুকরো ঐতিহ্য—‘দুধহাটি’। কিন্তু, দিনে দিনে মিলিয়ে যেতে বসেছে এই এলাকাও।
এক সময় এই বাজার ছিল প্রাণচঞ্চল। কেউ হাঁক দিতেন, “খাঁটি দুধ, এক ফোঁটাও জল মেশানো নয়!” কালের স্রোতে বদলেছে অনেক কিছু—শহর, চাহিদা, জীবনযাত্রা। আজ প্যাকেটজাত দুধ, হাই-টেক প্রসেসিং আর অনলাইন ডেলিভারির যুগে দাঁড়িয়ে, হাতে গোনা কয়েকজন মাত্র ধরে রেখেছেন এই পুরনো ব্যবসা। তিন প্রজন্ম ধরে যাঁদের সংসার চলে এসেছে দুধ বিক্রি করেই, তাঁরাই আজও দাঁড়িয়ে থাকেন ছোট ছোট হাঁড়ি আর দুধের বালতি নিয়ে। প্রতিদিন বিকেলে শুরু হয় দুধহাটির ব্যস্ততা। স্থানীয় মিষ্টির দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ, খাঁটি দুধের খোঁজে ভিড় করেন এখানে। দর কষাকষি চলে, কেউ গন্ধ শুঁকে বোঝেন দুধের গুণমান, কেউ আবার পুরনো বিশ্বাসেই ভরসা রাখেন। তবে হাটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিক্রেতারা। ক্রেতা কমছে, তরুণ প্রজন্ম ব্যবসা নিতে চাইছে না।
advertisement
“এই হাট তো শুধু দুধ কেনাবেচার জায়গা নয়,” বললেন ষাটোর্ধ্ব বিক্রেতা প্রভাতবাবু। হারিয়ে যেতে বসেছে এক সময়ের প্রাণবন্ত দুধহাটি। সময়ের সঙ্গে তাল মেলাতে না পারলে হয়তো আর কিছু বছর পরেই গল্প হয়ে থাকবে জলপাইগুড়ির এই প্রাচীন হাট।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 1:57 PM IST