গান বাঁধলেন বিডিও, বাজছে ৯৪ জায়গায়! আড়াই মিনিট মন দিয়ে শুনছেন উপভোক্তারা! কী এমন রয়েছে?

Last Updated:

গান বাঁধলেন বিডিও। না, পুজো কিংবা প্রেমের গান নয়! আমাদের পাড়ার গান। পাড়ায় সমাধানের গান। গানের কথা, সুর, তাল, লয়ে সেই গানই এখন মন ছুঁয়ে যাচ্ছে শিবিরে আসা বাসিন্দাদের।

আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে গান বাঁধলেন বিডিও
আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে গান বাঁধলেন বিডিও
জলপাইগুড়ি: গান বাঁধলেন বিডিও। না, পুজো কিংবা প্রেমের গান নয়! আমাদের পাড়ার গান। পাড়ায় সমাধানের গান। গানের কথা, সুর, তাল, লয়ে সেই গানই এখন মন ছুঁয়ে যাচ্ছে শিবিরে আসা বাসিন্দাদের। আড়াই মিনিটের গানে জানা হয়ে যাচ্ছে জল, আলো, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা সহ সরকারি সমস্ত পরিষেবার কথা। শিবিরে এসে গানে গানে, গানের গল্পে পরিষেবার খবর জেনে সাধরণ মানুষ তো খুশিই। মুগ্ধ প্রশাসনের আধিকারিক থেকে নিয়ে কর্মীরাও।
প্রশাসনিক পদে থেকে নিজের প্রতিভাকে সামনে এনেছেন এমন নজির এ রাজ্যে কম নেই। সেই তালিকায় এবার যুক্ত হলেন জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। বালিকা বিয়ে রুখে দেওয়া। ভরা তিস্তা পাড় করে বাহির চরে দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দিয়ে নজির গড়ার পর এবার গান লিখে নজর কাড়লেন বিডিও। সদর ব্লকের ৯৪টি শিবিরেই বাজছে তার লেখা এই গান। তা শুনে প্রশাসনের পদস্থ আধিকারিক, কর্মীরাই শুধু নন, গুনমুগ্ধ সাধারণ মানুষও। গানের টানে ভীড় ও বাড়ছে শিবিরগুলোতে।
advertisement
advertisement
গানের বিষয়ে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী জানিয়েছেন, অসাধারণ প্রতিভা আর সেই প্রতিভাকে কাজে লাগিয়ে মিহির বাবু যা করেছেন তা সবার মন ছুঁয়ে গিয়েছে। গানের মাধ্যমে খুব সহজেই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষদের বোঝানো যাচ্ছে। কেননা গানের মাধ্যমে বোঝানো খুব সহজ।
advertisement
অন্যদিকে উপভোক্তা নীলকমল রায় জানিয়েছেন, তারা এখন গানের মাধ্যমেই জানতে পারছেন কি কি সুবিধা রয়েছে এই কর্মসূচিতে। তারা খুব খুশি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গান বাঁধলেন বিডিও, বাজছে ৯৪ জায়গায়! আড়াই মিনিট মন দিয়ে শুনছেন উপভোক্তারা! কী এমন রয়েছে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement