গান বাঁধলেন বিডিও, বাজছে ৯৪ জায়গায়! আড়াই মিনিট মন দিয়ে শুনছেন উপভোক্তারা! কী এমন রয়েছে?
- Published by:Madhab Das
- local18
Last Updated:
গান বাঁধলেন বিডিও। না, পুজো কিংবা প্রেমের গান নয়! আমাদের পাড়ার গান। পাড়ায় সমাধানের গান। গানের কথা, সুর, তাল, লয়ে সেই গানই এখন মন ছুঁয়ে যাচ্ছে শিবিরে আসা বাসিন্দাদের।
জলপাইগুড়ি: গান বাঁধলেন বিডিও। না, পুজো কিংবা প্রেমের গান নয়! আমাদের পাড়ার গান। পাড়ায় সমাধানের গান। গানের কথা, সুর, তাল, লয়ে সেই গানই এখন মন ছুঁয়ে যাচ্ছে শিবিরে আসা বাসিন্দাদের। আড়াই মিনিটের গানে জানা হয়ে যাচ্ছে জল, আলো, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা সহ সরকারি সমস্ত পরিষেবার কথা। শিবিরে এসে গানে গানে, গানের গল্পে পরিষেবার খবর জেনে সাধরণ মানুষ তো খুশিই। মুগ্ধ প্রশাসনের আধিকারিক থেকে নিয়ে কর্মীরাও।
প্রশাসনিক পদে থেকে নিজের প্রতিভাকে সামনে এনেছেন এমন নজির এ রাজ্যে কম নেই। সেই তালিকায় এবার যুক্ত হলেন জলপাইগুড়ির সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। বালিকা বিয়ে রুখে দেওয়া। ভরা তিস্তা পাড় করে বাহির চরে দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দিয়ে নজির গড়ার পর এবার গান লিখে নজর কাড়লেন বিডিও। সদর ব্লকের ৯৪টি শিবিরেই বাজছে তার লেখা এই গান। তা শুনে প্রশাসনের পদস্থ আধিকারিক, কর্মীরাই শুধু নন, গুনমুগ্ধ সাধারণ মানুষও। গানের টানে ভীড় ও বাড়ছে শিবিরগুলোতে।
advertisement
advertisement
গানের বিষয়ে জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী জানিয়েছেন, অসাধারণ প্রতিভা আর সেই প্রতিভাকে কাজে লাগিয়ে মিহির বাবু যা করেছেন তা সবার মন ছুঁয়ে গিয়েছে। গানের মাধ্যমে খুব সহজেই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সাধারণ মানুষদের বোঝানো যাচ্ছে। কেননা গানের মাধ্যমে বোঝানো খুব সহজ।
advertisement
অন্যদিকে উপভোক্তা নীলকমল রায় জানিয়েছেন, তারা এখন গানের মাধ্যমেই জানতে পারছেন কি কি সুবিধা রয়েছে এই কর্মসূচিতে। তারা খুব খুশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 12:26 PM IST