বোঝো কাণ্ড! চা শেষ হলেও ডাস্টবিনে ফেলছে না কাপ, চিবিয়ে খাচ্ছেন সকলে! হচ্ছেটা কী এই দোকানে

Last Updated:

শুধু চা নয় চায়ের কাপও যে খাওয়া যায় তা জেনে চায়ের কাপের স্বাদ নিতে তার দোকানের সামনে ভিড় জমছে চা প্রেমীদের।

+
খাবার

খাবার যোগ্য চায়ের কাপে চা মিলছে মালদহের ডিস্কো মোড়ে

মালদহ, জিএম মোমিন: দেখতে মাটির ভাঁড়ের চা কাপের মতো। তবে চা শেষ হলেই সেই কাপও চিবিয়ে খাচ্ছেন দোকানে আসা চা প্রেমীরা। এমনই অবাক করা চিত্র দেখা মিলল মালদহের এক চায়ের দোকানে। খাবার যোগ্য মাটির ভাঁড়ের মতো দেখতে এই কাপে চা বিক্রি করছেন মালদহের সাহাপুর এলাকার বাসিন্দা সোনাই মন্ডল।
শুধু চা নয় চায়ের কাপও যে খাওয়া যায় তা জেনে চায়ের কাপের স্বাদ নিতে তার দোকানের সামনে ভিড় জমছে চা প্রেমীদের। আসলে এটি কোনও মাটির ভাঁড়ের তৈরি চা কাপ নয়, এই কাপটির নাম হচ্ছে এডিবল কাপ বা বিস্কুট কাপ, যা চা শেষ হওয়ার পরই চিবিয়ে খেতে পারবেন সকলে।
advertisement
advertisement
মূলত বিশেষ চায়ের জন্য বিখ্যাত মালদহের সাহাপুরের ডিস্কো মোড় এলাকা। সেই এলাকাতেই এমন চায়ের কাপে চা বিক্রি করছেন সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা সোনাই মন্ডল। চা বিক্রেতা সোনাই মন্ডল জানান, “বর্তমান আধুনিক যুগে মানুষ নতুন কিছুতে আসক্ত। মোবাইলে দেখেছিলাম চা খাওয়ার পর চায়ের কাপও খাওয়া যাচ্ছে। সেটা দেখেই এই খাবার যোগ্য চা কাপে চা পরিবেশনের ধারণা আসে। এখন আগের থেকে অনেকটাই বেশি চা বিক্রি হচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান আধুনিক যুগে দিনকে দিন বদলাচ্ছে মানুষের একাধিক রকমের চাহিদা। বিভিন্ন পুরনো জিনিস উপস্থাপন হচ্ছে নতুনভাবে। চেহারা গঠন বদলালেও আধুনিকতার ছোঁয়ায় চাহিদা পূরণ হচ্ছে মানুষের। তাই আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের চাহিদা পূরণে খাবার যোগ্য চায়ের কাপে চা বিক্রি করে নজর কাড়ছেন মালদহের এই চা বিক্রেতা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বোঝো কাণ্ড! চা শেষ হলেও ডাস্টবিনে ফেলছে না কাপ, চিবিয়ে খাচ্ছেন সকলে! হচ্ছেটা কী এই দোকানে
Next Article
advertisement
West Bengal Weather Update: জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
জেলায় জেলায় শীতের আমেজ, আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা, দেখে নিন
  • জেলায় জেলায় শীতের আমেজ

  • আগামী ক’দিন তাপমাত্রা কতটা নামার সম্ভাবনা?

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement