Jalpaiguri News: ভরা বসন্ত, সবুজ জঙ্গলে চলল শ্যুটিং, স্থানীয়দের উপচে পড়া ভিড়
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বসন্তের রং লেগেছে ডুয়ার্সে। চারিদিকে সবুজ-হলুদ রঙের বাহার। সেই বসন্তের রঙ গায়ে মেখেই জঙ্গলের ভিতরে চলল মিউজিক ভিডিওর শ্যুটিং
জলপাইগুড়ি: বসন্তের রং লেগেছে ডুয়ার্সে। চারদিকে সবুজ-হলুদ রঙের বাহার। সেই বসন্তের রঙ গায়ে মেখেই জঙ্গলের ভিতরে নাচ। জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ওদলাবাড়ি এলাকার কয়েকজন যুবক-যুবতি ও কচিকাঁচারা রাধা-কৃষ্ণ সেজে ভিডিও অ্যালবামের শুটিং করেন।
এই শুটিং দেখতে এলাকার সাধারণ মানুষও ভিড় জমান। গত কয়েক দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ওদলাবাড়ির বিভিন্ন জায়গায় চলে ভিডিও শুটিং । ভিডিওটিতে মূলত রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে । সুন্দর এই ভিডিওতে কৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন নারাঞ্জন বৈদ্য এবং রাধার চরিত্রে অভিনয় করেছেন মিমি সূত্রধর । গোপিনীদের চরিত্রে দেখা যায় দিশা সরকার, শ্রেয়সী বাছার-সহ এলাকার বেশ কয়েকজন যুবতিকে।
advertisement
জানা যায়, শিল্পীরা সবাই ওদলাবাড়ি উচ্চতর মাধমিক বিদ্যালয় এবং সুনিল দত্ত বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রী। দোলযাত্রা উপলক্ষে তাদের এই ভিডিওটি তৈরি করতে সাহায্য করেছে সুদেষ্ণা টিকাদার এবং অনল দাম । সুদেষ্ণা টিকাদার পেশায় একজন মেকআপ আর্টিস্ট এবং অনিল দাম পেশায় একজন ভিডিওগ্রাফার । এই দলটি নিজের প্রচেষ্টায় প্রতিবছর দোলযাত্রা উপলক্ষে এলাকার যুবক-যুবতীদের নিয়ে এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন ।
advertisement
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 5:38 PM IST