Jalpaiguri News: বেনজির রায় বাংলায়! একসঙ্গে ৩ জনের ফাঁসির সাজা এই প্রথম! নাবালিকাকে ধ*র্ষণের পর গেঞ্জি পেঁচিয়ে নৃশংস হ*ত্যা! মনে পড়ছে সেই ঘটনা?

Last Updated:

Jalpaiguri News: ২০২০ সালে রাজগঞ্জ থানা এলাকায় ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে ফাঁসির সাজা শোনালেন বিচারক রিন্টু শূর।

তিনজনের ফাঁসির সাজা
তিনজনের ফাঁসির সাজা
জলপাইগুড়ি: একদিনে তিন জনের ফাঁসি সাজা ঘোষণা করা হল জলপাইগুড়ির জেলা আদালতে। এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ঐতিহাসিক রায় দিল জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত। ২০২০ সালে রাজগঞ্জ থানা এলাকায় ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে ফাঁসির সাজা শোনালেন বিচারক রিন্টু শূর।
এই প্রথমবার জলপাইগুড়িতে ধর্ষণ মামলায় একসঙ্গে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। ঘটনার সূত্রপাত ২০২০ সালের অগাস্টে। অভিযোগ, ওই নাবালিকাকে প্রথমে অপহরণ করা হয়। তারপর তাকে ধর্ষণ করে খুন করা হয় এবং মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়, যাতে প্রমাণ লোপাট করা যায়।
advertisement
advertisement
দীর্ঘ প্রায় চার বছর ধরে মামলার শুনানি ও একাধিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর আজ বিশেষ পকসো আদালত এই রায় ঘোষণা করে। মামলার সরকারি কৌঁসুলি দেবাশিস দত্ত জানান, “জলপাইগুড়িতে এই প্রথম একসঙ্গে তিনজনকে ধর্ষণ মামলায় ফাঁসির সাজা দেওয়া হল। এটি নজিরবিহীন।”
তিনি আর‌ও জানান, এক আসামী তার শরীরের গেঞ্জি ছিঁড়ে মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে নৃশংসভাবে মেরে সেপটিক ট্যাঙ্কে মধ্যে ফেলে দেয়।
advertisement
—সুরজিত দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বেনজির রায় বাংলায়! একসঙ্গে ৩ জনের ফাঁসির সাজা এই প্রথম! নাবালিকাকে ধ*র্ষণের পর গেঞ্জি পেঁচিয়ে নৃশংস হ*ত্যা! মনে পড়ছে সেই ঘটনা?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement