Jalpaiguri News: টোটো নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল প্রশাসন! যে নিয়ম না মানলেই বিপদে পড়বেন চালকরা! টোটোর ভবিষ্যৎ কী?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: এই উদ্যোগের ফলে জেলায় টোটোর সংখ্যা ও তাদের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং নিরাপত্তাও জোরদার হবে।
জলপাইগুড়ি: আপনার টোটো রয়েছে? টোটোকে সুরক্ষিত রাখতে এই প্রামাণ্য নথি গুলি রাখুন হাতের সামনে এবং এই পদ্ধতি মানুন। তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিপদে। জলপাইগুড়িতে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জানালেন জেলা পুলিশ সুপার। জলপাইগুড়ি জেলায় চলাচলকারী টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল জেলা পুলিশ। জেলার ট্রাফিক বিভাগের অধীনে প্রত্যেক টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে, যাতে চালকদের সঠিক তথ্য পুলিশের ডাটাবেসে সংরক্ষিত থাকে।
এই উদ্যোগের ফলে জেলায় টোটোর সংখ্যা ও তাদের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং নিরাপত্তাও জোরদার হবে। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহাল জানান, “জলপাইগুড়ি জেলায় কতজন টোটো চালক রয়েছেন এবং তারা কোথায় কোথায় যানবাহন চালান, সেই সমস্ত তথ্য আমরা সংগ্রহ করছি। এর ফলে শহরের যানবাহন ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখা সহজ হবে।”
advertisement
advertisement
কীভাবে করবেন রেজিস্ট্রেশন? টোটো রেজিস্ট্রেশনের জন্য চালকদের জলপাইগুড়ি জেলা ট্রাফিক বিভাগের অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণের জন্য প্রয়োজন হবে- চালকের নাম,জন্ম তারিখ,ঠিকানা, আধার কার্ড নম্বর,ভোটার কার্ড নম্বর, বাসস্থান সংক্রান্ত তথ্য, ভাষাগত পরিচয়,মোবাইল নম্বর।পুলিশ ফর্ম জমা দেওয়ার পর চালকের একটি ছবি তোলা হবে, যা সরকারি ডাটাবেসে সংরক্ষিত থাকবে।
advertisement
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক টোটো চালক। তাদের মতে, এর ফলে তাদের পরিচয় নিশ্চিত হবে এবং পুলিশি হয়রানির আশঙ্কা কমবে। তবে, কিছু চালক এই প্রক্রিয়াকে সময়সাপেক্ষ বলছেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করার দাবি তুলেছেন। জেলা পুলিশের মতে, এই উদ্যোগ শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, চালকদের নিরাপত্তাও নিশ্চিত করবে। ফলে জলপাইগুড়িতে পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।
advertisement
—- সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 7:45 PM IST








