বাবার চপ-ঘুগনির দোকান, ছেলে জিতল সোনার পদক
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে জীবন যাপন করে সেই স্বপ্ন যেন সত্যি করে সোনা নিয়ে ঘরে ফিরল সৌরদ্বীপ।
জলপাইগুড়ি : বাবার ছোট্ট ফাস্টফুডের দোকান। রাজ্যস্তরের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেসোনা জয় ছেলের। এখন সৌরদ্বীপের স্বপ্ন অলিম্পিকে পৌঁছানোর।
জলপাইগুড়ি শহরের সিল্প সমিতি পাড়ার বাসিন্দা সৌরদীপ। বাবা পেশায় চপ বিক্রেতা। কোনও রকমে চলে সংসার। সৌরদীপ সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সে।
চার বছপর বয়স থেকেই তার ব্যাডমিন্টনের প্রতি ঝোঁক ছিল বলে জানায় তার বাবা। তার বাবাও তাকে বাধা দেননি এইখেলায়। বর্তমানে সৌরদ্বীপের বয়স ১৪ বছর।
advertisement
আরও পড়ুন- ৯০ কেজি মুক্তোয় সেজে উঠছে শ্যামা মা, দিন-রাত এক করে খাটছে অনাথ আশ্রমের খুদেরা
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে গত ৩১ অক্টোবরঅনুষ্ঠিত হয়রাজ্যস্তরের জুনিয়র বিভাগের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নিয়েছিল রাজ্যের বিভিন্ন জেলার খেলোয়াড়রা।
advertisement
খেলায় অংশ নিয়েছিল দুই বারের চ্যাম্পিয়ন জাতীয় স্তরের খেলোয়াড় সায়নদ্বীতিঘোষ। ফাইনালে সায়নদ্বীতিকে হারিয়ে সোনা জয় করেসৌরদ্বীপ।
সৌরদ্বীপের সাফল্যে অত্যন্ত খুশি তার বাবা এবং প্রতিবেশীরা।সৌরদ্বীপের বাবা দিলীপ সিং বলেন, আমি অত্যন্ত খুশি। বহুদিনের আশা পূর্ণ হল। ছেলে এমন একজন খেলোয়াড়কে হারিয়েছে যে জাতীয়স্তরের দুবারের চ্যাম্পিয়ন।
আরও পড়ুন- দেবী মনসার মাহাত্ম্যের গুণে পুণ্যার্থীদের ভিড় এই মাদপুরের প্রাচীন মন্দিরে
জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার তরফে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়ক খগেশ্বর রায় জানান, এই ধরনের সাফল্য জলপাইগুড়ির পক্ষে অত্যন্ত আনন্দের খবর। যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করা করব।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 7:51 PM IST