Torture over Dowry : পণ দিতে না পারায় গর্ভের দ্বিতীয় সন্তানকেও শেষ করল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন, পুলিশের দ্বারস্থ বধূ

Last Updated:

Torture over Dowry : অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
জলপাইগুড়ি : পণ দিতে না পারায় গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । থানার দারস্থ হলেন জলপাইগুড়ির ময়নাগুড়ির এক গৃহবধূ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায় । অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
জানা গিয়েছে দু’বছর আগে  ময়নাগুড়ি উত্তর খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা পম্পা রায়ের সঙ্গে ময়নাগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আশিস রায়ের সামাজিক মতে বিয়ে হয় । অভিযোগ, বিয়ের পর থেকেই বরপণের দাবিতে পম্পা রায়ের উপর নির্মম অত্যাচার চালাত তাঁর শ্বশুর বাড়ির লোকজন । শ্বশুরবাড়ির অত্যাচারে  বছরখানেক আগে পম্পা দেবীর একটি সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায় বলেও অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন :  ‘একই ঘরে’ শাশুড়ি এবং জামাই, মুর্শিদাবাদে চরম পরিণতি শাশুড়ির
এর পরেও সবকিছু সহ্য করে সংসার করছিলেন ওই বধূ। আবারও গর্ভবতী হন তিনি । অভিযোগ, দিন কয়েক আগে স্বামী-সহ শ্বশুর বাড়ির লোকজনের মারধরের ফলে গর্ভের দ্বিতীয় সন্তানটিও নষ্ট হয়ে যায় তাঁর। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে পুলিশের দারস্থ হন তিনি। স্বামী-সহ শ্বশুরবাড়ির ৬ জন সদস্যর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । বাকি অভিযুক্তদের খোঁজ চলছে ৷
advertisement
( শান্তনু কর)
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Torture over Dowry : পণ দিতে না পারায় গর্ভের দ্বিতীয় সন্তানকেও শেষ করল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন, পুলিশের দ্বারস্থ বধূ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement