Jalpaiguri News: গরুমারায় ছোট্ট শাবকদের নিয়ে রাস্তা পার হাতির পালের! পড়ন্ত বিকেলে ডুয়ার্সের মনোমুগ্ধকর দৃশ্য দেখুন, এমন অভিজ্ঞতা সত্যিই অভূতপূর্ব
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri Elephant Road Cross: শাবকদের নিয়ে সপরিবারে রাস্তা পার করছে হাতিরা। গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে চাপরামারি জঙ্গলের দিকে যাওয়ার পথে পড়ন্ত বিকেলে ধরা পড়ল এই বিশেষ মুহূর্ত।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ফুটফুটে ছোট্ট সদস্যদের নিয়ে সপরিবারে দলবদ্ধ হয়ে রাস্তা পার। পড়ন্ত বেলায় অপূর্ব দৃশ্য গরুমারায়। প্রকৃতির মন মাতানো রূপ আবারও ধরা পড়ল ডুয়ার্সে। সপরিবারে একদঙ্গল বুনো হাতির পিচের রাস্তা পার হওয়ার হৃদয়ছোঁয়া দৃশ্য প্রত্যক্ষ করলেন উপস্থিত মানুষজন। গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে চাপরামারি জঙ্গলের দিকে যাওয়ার পথে, পড়ন্ত বেলায় ধরা পড়ে এই বিশেষ মুহূর্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দেখা যায় প্রায় ১২–১৫টি হাতির একটি দল ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে। দলের সামনে পূর্ণবয়স্ক হাতি, মাঝখানে শাবকেরা এবং পিছনে পাহারাদারের মতো যাচ্ছে কয়েকটি বড় হাতি। যেন একটি নিখুঁত পারিবারিক দৃশ্যের মতো।
আরও পড়ুনঃ বক্সা জঙ্গল ভেদ করে ছুটছে ইন্টারসিটি এক্সপ্রেস, হঠাৎই ট্রেনের সামনে শাবক-সহ হাতির দল! চালকের এক মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা পেল বহু প্রাণ
জলপাইগুড়ি জেলায় ডুয়ার্সের বনাঞ্চলে হাতিদের যাতায়াতের যে ঐতিহ্যবাহী করিডর রয়েছে, ঠিক সেই পথ ধরেই এগোচ্ছিল গোটা পাল। উপস্থিত মানুষজন জানান, রাস্তার ধারে দাঁড়িয়ে সকলেই নিঃশব্দে অপেক্ষা করেন যাতে বুনো হাতির দল বিনা বাধায় রাস্তা পার হতে পারে।
advertisement
advertisement
শাবকদের ধীরগতিতে হাঁটা, মাঝে মাঝে মায়ের গায়ে ঠেস দিয়ে এগোনো। সব মিলিয়ে দৃশ্যটি ছিল মনোমুগ্ধকর। এক প্রত্যক্ষদর্শীর কথায়, এতগুলো হাতিকে সপরিবারে একসঙ্গে চলতে দেখার অভিজ্ঞতা সত্যিই অভূতপূর্ব। মনে হচ্ছিল জঙ্গল তার নিজের ছন্দে বেঁচে ওঠেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বনদফতর জানিয়েছে, গরুমারা-চাপরামারি অঞ্চলে এই সময়ে হাতিদের চলাচল বেড়ে যায়। তাই পথচলতি মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতির পালকে উত্তেজিত করতে পারে এমন শব্দ বা আলো এড়িয়ে চলার অনুরোধও জানানো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ডুয়ার্স আবারও তার অনন্য রূপ দেখাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
December 04, 2025 4:25 PM IST
