খগেন মুর্মুর উপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই... খোঁজ চলছে বাকি ৬ জনের

Last Updated:

নাগরাকাটা এবং জয়গাঁও থেকে গ্রেফতার করল পুলিশ। মোট ৮ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছিল বিজেপি। বাকি ৬ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

জলপাইগুড়িতে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
জলপাইগুড়িতে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
advertisement
জলপাইগুড়ি: জলপাইগুড়ির নাগরাকাটায় এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিক্ষোভ এবং এলাকাবাসীদের আক্রমণের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি। খগেন মুর্মুর উপর সেই হামলার ঘটনায় গ্রেফতার দুই। নাগরাকাটা এবং জয়গাঁও থেকে গ্রেফতার করল পুলিশ। মোট ৮ জনের বিরুদ্ধে FIR দায়ের করেছিল বিজেপি। বাকি ৬ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
জলপাইগুড়ির নাগরাকাটা বামনডাঙ্গায় বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। স্থানীয়দের আক্রমণের জেরে মাথা ফাটে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর। শংকর ঘোষের গাড়িও ভাংচুর করা হয়। এই ঘটনায় আক্রান্ত হন সাংবাদিকরাও।  মাথা ফেটে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এছাড়াও জুতো দেখানো হয় বিজেপি নেতাদের ঘিরে। শুধু তাই নয়, শঙ্কর ঘোষের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে শিলিগুড়ির হাসপাতালে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ। সেখানেই  পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও এদিন কথা হয় মুখ্যমন্ত্রীর।
advertisement
হাসপাতালে আহত খগেন মুর্মুকে দেখতে গিয়ে সুকান্ত বলেন,” খগেন মুর্মুর মুখের হাড় ভেঙে গিয়েছে। ছয় সপ্তাহ থাকতে হবে হাসপাতালে। চার সপ্তাহ কথা বলতে পারবেন না। যারা ওঁকে আক্রমণ করেছিল, তারা নিজেদের দিদির সৈনিক বলে পরিচয় দেয়। পুলিশ ব্যবস্থা না নিলে, বিজেপি নেবে। আমাদের ট্যাক্সের টাকায় এমন হবে কেন?”
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
খগেন মুর্মুর উপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার দুই... খোঁজ চলছে বাকি ৬ জনের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement