বাড়ির সামনেই চলে এসেছে নদী, ভাঙন 'গিলে' নিতে পারে গোটা গ্রাম! ভয়াবহ দৃশ্য 'এই' জেলায়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরেই নদী চলে এসেছে
মাথাভাঙ্গা, কোচবিহার, রাজেশ দাশঃ জলঢাকা নদীর জল বাড়ায় শুরু হয়েছে নদী ভাঙন। মাথাভাঙ্গা ইন্দ্রেরকুটি গ্রামে নদীর ভাঙনে আতঙ্কিত গ্রামবাসীরা। ভাঙনের কবলে পড়েছে বিঘার পর বিঘা কৃষি জমি।
জানা গিয়েছে, মাথাভাঙ্গা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রেরকুটি গ্রামে জলঢাকা নদীর ভাঙনে দেড়শো বিঘা জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। নদীর পার যেভাবে ভাঙছে তাতে আস্ত গ্রাম নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ গোপালের প্রিয়! জন্মাষ্টমীতে দেদার বিকোচ্ছে ‘এই’ মিষ্টি, বাড়িতে বানিয়ে আয় করতে পারেন আপনিও
বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরেই নদী চলে এসেছে। জল বাড়লেই চিন্তা বাড়ে নদীপাড়ের বাসিন্দাদের। প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন। সেচ দফতর সূত্রে খবর বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।
advertisement
advertisement
বর্ষার বৃষ্টিতে ফুঁসছে রাজ্যের বহু নদী। জলঢাকা নদীর জল বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙন। আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। ইতিমধ্যেই বিঘার পর বিঘা কৃষিজমি ভাঙনের কবলে পড়েছে। নদীর পার যেভাবে ভেঙে চলেছে তাতে গোটা গ্রাম নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 2:15 PM IST