River Erosion: বিঘা বিঘা কৃষিজমি গিলে এবার দুয়ারে নদী! ঘর ছাড়ার আতঙ্কে শতাধিক পরিবার
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বর্ষার শুরুতেই ভাঙন! আতঙ্কে ভয়ে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের
জলপাইগুড়ি: বর্ষার শুরুতেই ভাঙন! আতঙ্কে ভয়ে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের। জলঢাকা নদীর ধারে গড়ে ওঠা পাটকিদহ দক্ষিণ ডাঙ্গাপাড়ায় ফের নদীভাঙন শুরু হয়েছে। পাহাড়ি জেলায় টানা বৃষ্টির ফলে জলঢাকার জলস্তর বেড়ে যাওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকার প্রায় ১৩০টি পরিবারে।
গ্রামের এক প্রান্ত ঘেঁষে বয়ে যাওয়া নদী গত কয়েক বছরে বেশ কয়েক বিঘা কৃষিজমি গিলে ফেলেছে। এবার নদী এগিয়ে আসছে বসতবাড়ির দিকেও। বাড়ির এত কাছাকাছি নদী চলে আসায় রাতে ঘুম আসে না অনেকেরই। আতঙ্কে দিন কাটছে গোটা গ্রামে। অবস্থা এমন যে, গ্রামের পাশে থাকা শ্মশানঘাটটিও বিপদের মুখে।
আরও পড়ুন: মান্ধাতার আমলের সাইকেল, না আছে ব্রেক, না ঠিকঠাক চাকা! আর তাতেই মজাদার সব খেলা দেখিয়ে ভাইরাল এই যুবক
advertisement
advertisement
এলাকাবাসীর আশঙ্কা, এই ভাঙন যদি এভাবেই চলতে থাকে, তা হলে কিছুদিনের মধ্যেই সেখানে শবদাহ কার্য সম্পন্ন করাও সম্ভব হবে না। প্রশাসনের কাছে বারবার আবেদন করার পর সেচ দফতর অবশেষে জালির মাধ্যমে বোল্ডার ফেলে ভাঙন রোধের কাজ শুরু করেছে। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, সেই কাজও চলছে অত্যন্ত ধীর গতিতে। তাঁদের দাবি, শুধু বোল্ডার ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ভাঙনরোধে পুরো এলাকাতেই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরোপুরি বর্ষা নামার আগেই যদি কাজ শেষ না হয়, তা হলে ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে এই জনপদ — এমনটাই আশঙ্কা ভুক্তভোগীদের। এখন দেখার, প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় কিনা, না হলে জলঢাকার স্রোতে বিলীন হয়ে যেতে পারে আরেকটি গ্রাম!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 04, 2025 4:09 PM IST
