Darjeeling-য়ে অন্য মেজাজে Jagdeep Dhankhad , শৈলশহরে "জয় রাইড" সস্ত্রীক রাজ্যপালের! 

Last Updated:

দার্জিলিং থেকে বাতাসিয়ালুপ, ঘুম পর্যন্ত স্টিম ইঞ্জিনে "জয় রাইডে" (Joy ride) রাজ্যপাল(Governor)। এই মূহূর্তে শৈলশহরে রয়েছেন তিনি।

Jagdeep Dhankhad enjoys a joy ride with wife in Darjeeling toy train
Jagdeep Dhankhad enjoys a joy ride with wife in Darjeeling toy train
#দার্জিলিং: টয়ট্রেন সফরে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhad)!  দার্জিলিংয়ে (Darjeeling) "জয় রাইডে" (Joy ride) চাপেন রাজ্যপাল (Governor)। দার্জিলিং থেকে বাতাসিয়ালুপ, ঘুম পর্যন্ত স্টিম ইঞ্জিনে "জয় রাইডে"  (Joy ride) রাজ্যপাল(Governor)। এই মূহূর্তে শৈলশহরে রয়েছেন তিনি।
সপ্তমীর দিন পাহাড়ে এসেছেন তিনি। দার্জিলিংয়ের রাজভবনেই রয়েছেন সস্ত্রীক রাজ্যপাল। আজ তিনি দার্জিলিং (Darjeeling)  স্টেশনে পৌঁছন। এবারের পাহাড় সফরেরই ফাঁকে টয়ট্রেন সফর সারেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhad)। স্টেশনে তাঁকে স্বাগত জানান দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর একে মিশ্রা। পাহাড়ের আকাবাঁকা পথে হেলতে দুলতে চলা টয়ট্রেনে  "যাত্রী" স্বয়ং রাজ্যপাল।
advertisement
advertisement
এর আগে বহুবার দার্জিলিংয়ে এলেও টয়ট্রেন সফর এই প্রথম। আর পাঁচটা সাধারন যাত্রীর সঙ্গেই "জয় রাইড" রাজ্যপালের! কালো ধোঁয়া ছড়িয়ে ট্রেন স্টেশন ছাড়তেই অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দী করেন এই দৃশ্য। পাহাড়ে টয়ট্রেনের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রে হেরিটেজ টয়ট্রেন। পর্যটকদের চাহিদা মেটাতে এবারে পুজোর মরসুমে বাড়ানো হয়েছে "জয় রাইডের" সংখ্যাও। চালু হয়েছে কার্শিয়ং ও মহানদী স্টেশনের মধ্যে "রেডপাণ্ডা" স্পেশাল ট্রেন। তার আগে চালু করা হয় শিলিগুড়ি জংশন ও রংটং স্টেশনের মধ্যে "জঙ্গল টি সাফারিও"! দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর একে মিশ্রা বলেন, পাহাড়ে এখন "জয় রাইড" সফর পর্যটকঠাসা। গত এক সপ্তাহ ধরে ব্যাপক চাহিদা চলছে। এরই মধ্যে বাড়তি পাওনা রাজ্যপালের সফর!কোভিড, লকডাউন কাটিয়ে ফের পাহাড়ে পর্যটকেরা ভিড় জমিয়েছেন।
advertisement
পুজোর মরসুমে শৈলশহরমুখী ভ্রমণপিপাসুরা! আর পাহাড় সফরে এসে টয়ট্রেন সফর এবং টাইগার হিল ঘুরবে না এমন পর্যটকের সংখ্যা নেই বললেই চলে। আর পর্যটকদের চাহিদা মেটাতেই "জয় রাইডে" বাড়ানো হয়েছে কোচের সংখ্যাও। হেরিটেজ টয়ট্রেনকে আরো জনপ্রিয় করে তুলতেই ইতিমধ্যেই একাধীক পরিষেবা চালু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আগামী নভেম্বরে "ঘুম ফেস্টিভালেরও" আয়োজন করছে ডি এইচ আর! ১৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভাল। একে মিশ্রা জানান, আগামীদিনে আরো কিছু পরিষেবা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
advertisement
 Partha Sarkar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling-য়ে অন্য মেজাজে Jagdeep Dhankhad , শৈলশহরে "জয় রাইড" সস্ত্রীক রাজ্যপালের! 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement