International Women's Day: নারী দিবসে পুতুল, সীমা, দুর্গাদের কুর্নিশ এই জেলার পুলিশের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এই সমস্ত ব্যাগ তৈরির উপকরণ হিসেবে তিনি বিভিন্ন মাপের পুঁতি, সুতো, সুচ, কাপড় ইত্যাদি ব্যবহার করেন
জলপাইগুড়ি: একটা সময় মনে করা হত মেয়ে মানেই অর্ধেক আকাশ। বিবাহ, সংসার ধর্ম এবং সন্তান প্রতিপালন এতেই ওদের জীবন সীমাবদ্ধ। পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে সমাজে মেয়েদের স্বমহিমায় নিজের পরিচয়ে বাঁচার লড়াইকে কুর্নিশ জানিয়ে রাষ্ট্রপুঞ্জ ৮ মার্চ দিনটিকে নারী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। সমাজে মেয়েদের গুরুত্ব ও অবদানের কথা মনে করিয়ে দিতেই এই বিশেষ দিনটিকে পালন করা হয়। এখন নারী মানে আর অর্ধেক আকাশ নয়, এখনকার নারীরা মা দুর্গার মতই দশ হাতে ঘরে-বাইরে সবকিছু সমান তালে সামলাচ্ছেন।
ছোট্ট শহর, প্রত্যন্ত গ্রাম থেকে বেরিয়ে স্বপ্নের ডানা মেলে উড়াল দিচ্ছেন তাঁরা। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আকাশ ছোঁয়া সাফল্যে পৌঁছচ্ছে নারীরাও। কাজের সমস্ত ক্ষেত্রেই অবাধ বিচরণ নারীদের। জলপাইগুড়ির এমনই কিছু লড়াকু নারীর লড়াইয়ের কাহিনি তুলে ধরল লোকাল ১৮ বাংলা। তাঁদের লড়াইকে কুর্নিশ জানাই আমরা।
advertisement
advertisement
রাস্তায় বেরোলেই চোখে পড়ে প্রতিনিয়ত নারীদের লড়ে যাওয়ার ছবি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস হলেও ওঁদের কোনও বিরতি নেই। আমাদের ক্যামেরায় উঠে এল টোটো চালক পুতুল রাউতের কথা। গত ১০ বছর ধরে টোটোর স্টিয়ারিং হাতে সংসারের হাল ধরেছেন তিনি। ভয় না পেয়ে পথে নামার সাহস জোগালেন অন্যান্য নারীদেরও। সকাল হলেই পথ ঘাট পরিস্কার করছেন মধ্য বয়স্কা মহিলা সীমা। ভোররাতের ট্রেন ধরে দুর্গা দাস সোজা হলদিবাড়ি থেকে জলপাইগুড়িতে মাছ, সবজির ঝুড়ি বোঝাই করে এসে হাজির হন। বাজারে বসে পড়েন সেই সবকিছু বিক্রি করতে। এদিকে মিনু রায় পথচলতি মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন নিজের পেট চালানোর জন্য। দিনের পর দিন এইভাবেই ঘর-সংসার সামলেই পথে লড়াই চালিয়ে যাচ্ছেন এই নারীরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আজ মেয়েরা পুলিশ থেকে পাইলট সব ময়দানেই পারদর্শী যোদ্ধা। তাঁদের এমন হাড়ভাঙা খাটুনি আর অস্তিত্ব বজায় রাখার লড়াই অনুপ্রেরণা জোগায় বাকিদেরকেও। শত বাধাকে তুড়ি মেরে উড়িয়ে কীভাবে নিজের জন্য এবং পরিজনদের জন্যে বাঁচতে হয় তা শেখায় এই নারীরা। এই বিশেষ দিনটিতে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পুতুল, সীমা, দুর্গাদের সম্মাননা জানানো হল। তাঁদের হাতে পুরস্কার তুলে দিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2024 9:36 PM IST