South Dinajpur News: যোগাযোগ ব্যবস্থায় আসছে বৈপ্লবিক পরিবর্তন! রাজ্যে নতুন রেলপথের অনুমোদন, লাভবান হতে চলেছে উত্তরবঙ্গ

Last Updated:

নতুন রেলপথের অনুমোদনের বিষয়টি সামনে এনেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

+
রেললাইন

রেললাইন

দক্ষিণ দিনাজপুর: খুব শীঘ্রই বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হতে চলেছে। এ বিষয়ে ভারতবর্ষের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বালুরঘাটের সাংসদ ও রায়গঞ্জের সাংসদকে চিঠির মাধ্যমে জানিয়েছেন বলে দাবি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। দীর্ঘদিনের অভাব মিটিয়ে দ্রুত গতিতে রেলপথের সম্প্রসারণ হতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। বালুরঘাট-হিলি রেললাইনের পর এবার সবুজ সঙ্কেত মিলল বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথের। পাশাপাশি বালুরঘাট-হিলি রেলপথ সম্প্রসারণে রেলপথ স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
এবিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার জানান, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে জানানোর পর তিনি এদিন চিঠি দিয়ে বলেন বালুরঘাট-হিলি রেলের জমি অধিগ্রহণ যতদূর পর্যন্ত হয়েছে সেই জমিতে লাইন পাতার কাজ শুরু করা হবে, বাকি জমি অধিগ্রহণের কাজ হবে। অপরদিকে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেল সম্প্রসারণে জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ করেছে রেল, দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সূত্রের খবর, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেল প্রকল্প দুই দিনাজপুর জেলার জন্যই অত্যন্ত জরুরী। জেলাবাসীর দাবি, মাত্র ৩৩.১০ কিমি বিস্তৃত এই রেলপথ চালু হলে জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। বালুরঘাট-নিউ জলপাইগুড়ি এবং পরবর্তীতে হিলি রুটের ট্রেন চালু হলে সেই ট্রেনগুলি বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, বারসোই হয়ে খুব অল্প সময়ের মধ্যেই শিলিগুড়ি পৌঁছনো সম্ভব।
advertisement
রেলমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে চিঠি দিয়ে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর জমি অধিগ্রহণের কাজ এবং বালুরঘাট-হিলি রেল লাইন পাতার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন। সবমিলিয়ে বন্ধ হয়ে যাওয়া রেল প্রকল্পের কাজ নতুনভাবে শুরু হওয়ায় খুশি জেলার মানুষ।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: যোগাযোগ ব্যবস্থায় আসছে বৈপ্লবিক পরিবর্তন! রাজ্যে নতুন রেলপথের অনুমোদন, লাভবান হতে চলেছে উত্তরবঙ্গ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement