Bengal Sikkim Connection Disrupted: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, সিকিম যাওয়ার পথেও ধস! আজও উত্তরে ভারী বৃষ্টির আশঙ্কা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
একটানা প্রায় দু' দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে কালিম্পংয়ে৷ যার জেরে তিস্তার জলস্তর বেড়েই চলেছে৷ তিস্তা সংলগ্ন বহু এলাকা প্লাবিত হয়েছে (Bengal Sikkim Connection Disrupted)৷
#মিরিক: একটানা প্রবল বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত পাহাড় (North Bengal Weather Update)। সবথেকে খারাপ অবস্থা কালিম্পঙ এবং মিরিকের।উনত্রিশ মাইলে ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়েছে দশ নম্বর জাতীয় সড়কও (Bengal Sikkim Connection Disrupted)। যার জেরে বাংলা- সিকিম যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে৷ কালিম্পংয়ের সঙ্গে লাভার যোগাযোগও বিচ্ছিন্ন। তিস্তার জলস্তর বাড়তে থাকায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে৷
একটানা প্রায় দু' দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে কালিম্পংয়ে৷ যার জেরে তিস্তার জলস্তর বেড়েই চলেছে৷ তিস্তা সংলগ্ন বহু এলাকা প্লাবিত হয়েছে৷ গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার৷ শুধু পাহাড় নয়, সমতলেও তিস্তা সংলগ্ন এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে৷ জলপাইগুড়ি শহর সংলগ্নবিবেকানন্দ ও সারদা পল্লি এলাকায় জল ঢুকে পড়ায় এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন।
advertisement
আরও পড়ুন: আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, এ সপ্তাহের শেষেই কি শীতের আমেজ রাজ্যে ?
advertisement
এ দিন সকাল থেকে অবশ্য পাহাড়ে বৃষ্টি কিছুটা কমেছে৷ তবে আকাশ এখনও মেঘলা রয়েছে৷ সঙ্গে ঘন কুয়াশার দাপট রয়েছে কালিম্পং সহ পাহাড়ের অন্যান্য এলাকায়৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এ দিনও উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ আজও উত্তরবঙ্গের আকাশ মেঘলাই থাকবে৷ তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে বৃষ্টি বাড়ার কথা৷ ফলে পাহাড়ের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে৷
advertisement
পুজোর পর ছুটিতে পাহাড়ে এখন পর্যটনের ভরা মরশুম৷ বহু পর্যটক উত্তরবঙ্গে পৌঁছেও গিয়েছেন৷ প্রবল বৃষ্টির জেরে পর্যটক এবং পর্যটন ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন৷ করোনা সংক্রমণের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সময় ফের ধাক্কা খেল পাহাড়ের পর্যটন ব্যবসা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2021 9:03 AM IST