দুপুরে বাড়িতে কেউ ছিল না, ৯ বছরের মেয়ের দিকে চুপিচুপি বালিশ নিয়ে এগিয়ে গেলেন মা! তার পর?

Last Updated:

দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে কাছে পেলেন মা! তার পর যা করলেন বালিশ দিয়ে...শিউরে উঠবেন!

মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার মা!
মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার মা!
সুজন সূত্রধর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত পাটুল গ্রামে ঘটল ভয়ঙ্কর ঘটনা। এক বিশেষ চাহিদাসম্পন্ন ন’বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে। অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে গোটা গ্রামে।
মৃত শিশুর নাম আফরিন পারভিন (৯)। তার বাবা আব্দুল আজিজ পেশায় রাজমিস্ত্রি। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন তিনি। রোজকার মতো রবিবার সকালেও কাজে বেরিয়ে যান আব্দুল। আর সেই সুযোগেই ঘটে যায় মর্মান্তিক কাণ্ড।
advertisement
advertisement
অভিযোগ, দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদাসম্পন্ন মেয়ে আফরিনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন তার মা রিম্পা বিবি। প্রতিবেশীরা জানান, আফরিনের বিশেষ চাহিদার জন্য দীর্ঘদিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মা। তবে তা যে এমন ভয়ঙ্কর পরিণতি নেবে, ভাবতে পারেননি কেউই।
ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত রিম্পা বিবিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দুপুরে বাড়িতে কেউ ছিল না, ৯ বছরের মেয়ের দিকে চুপিচুপি বালিশ নিয়ে এগিয়ে গেলেন মা! তার পর?
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement