South Dinajpur News: বাউন্সার দিয়ে নিয়ন্ত্রণ, নেই পর্যাপ্ত পরিকাঠামো! রিহ্যাব সেন্টারে সুস্থ হতে গিয়ে বিপাকে আবাসিকরা

Last Updated:

জেলার আনাচে-কানাচে সঠিক পরিকাঠামো ছাড়াই গজিয়ে উঠছে নেশা মুক্তি কেন্দ্র

+
নেশা

নেশা মুক্তি কেন্দ্র

দক্ষিণ দিনাজপুর: জেলার আনাচে-কানাচে সঠিক পরিকাঠামো ছাড়াই গজিয়ে উঠছে নেশা মুক্তি কেন্দ্রগুলি। আর এই সমস্ত নেশা মুক্তি কেন্দ্রগুলির সরকারি অনুমোদন নেই, কোথাও বা শুধুমাত্র বোর্ড লাগিয়েই চলছে রমরমা কারবার। অভিযোগ উঠছে সঠিক পরিকাঠামো না থাকার পাশাপাশি নেশার কবল থেকে মুক্তি পেতে গিয়ে বেঘরে প্রাণ হারাচ্ছেন অনেকেই। বাড়ছে আতঙ্ক। জানা যায়, একটি বড় হল ঘরের মেঝেতে এক ঢালাও বিছানা করে একসঙ্গে ৩০-৩৫ জন রোগীকে রাখা হয়। রোগী পিছু চিকিৎসা, থাকা ও খাওয়া মিলিয়ে সাত থেকে দশ হাজার টাকা নেওয়া হয় চিকিৎসা খরচ। সপ্তাহে চিকিৎসক আসেন মাত্র একদিন। কাউন্সেলিংয়ের জন্য কাউন্সিলর সপ্তাহে একদিন। বাকি সময় হোমের বাউন্সারদের দিয়েই নিয়ন্ত্রণ করা হয় এই সমস্ত রোগীদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার গঙ্গারামপুর ব্লকে সবথেকে বেশি নেশা মুক্তি কেন্দ্রগুলি রয়েছে। পাশাপাশি বংশীহারী, কুশমন্ডি, তপন, বালুরঘাট, পতিরাম থানা এলাকাগুলিতে একাধিক নেশা মুক্তি কেন্দ্র রমরমিয়ে চলছে। এদের অধিকাংশটিতেই কোনরকম পরিকাঠামো নেই বলে অভিযোগ। সমস্ত নেশা মুক্তি কেন্দ্রেই যে একই ঘটনা ঘটছে তা নয়, সেখানে অত্যাচার হয় এমনটা নয়, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, কিন্তু যে পরিকাঠামো থাকা প্রয়োজন সেই পরিকাঠামো অনেক জায়গাতেই নেই।
advertisement
advertisement
এদিন নেশা মুক্তি কেন্দ্রে আবারও এক আবাসিককে পিটিয়ে মারার অভিযোগ পতিরামের একটি রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। যখনই প্রাণহানির মত নির্মম ঘটনা ঘটে তখন স্থানীয় প্রশাসনের টনক নড়ে দ্রুত সেই সমস্ত নেশা মুক্তি কেন্দ্র বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু বাকি যে সমস্ত নেশা মুক্তি কেন্দ্র জেলায় চলছে তার সংখ্যাও ২০-র নীচে নয়। অবশ্য এর কোন সরকারি ডেটা স্বাস্থ্য দফতর বা জেলা প্রশাসনের কাছে নেই বলে সূত্রের খবর।
advertisement
সুস্মিতা গোস্বামী 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: বাউন্সার দিয়ে নিয়ন্ত্রণ, নেই পর্যাপ্ত পরিকাঠামো! রিহ্যাব সেন্টারে সুস্থ হতে গিয়ে বিপাকে আবাসিকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement