Icecream: গরমের দুপুরে এক নিমেষেই স্বস্তি! ফিরেও যাবেন ছোটবেলায়, উপায়টা কী জানেন? জিভ দিয়ে জল গড়াবে

Last Updated:

Icecream: এক আইসক্রিম বিক্রেতা সঞ্জিত চৌধুরি জানান, "গরম পড়তেই এই আইসক্রিম এর চাহিদা বেড়ে ওঠে। পথ চলতি বহু মানুষ গরম থেকে সাময়িক স্বস্তি পেতে এই আইসক্রিম খেয়ে থাকেন।''

+
আহ্,

আহ্, স্বস্তি!

কোচবিহার: ছোট থেকে বড় সকলের পছন্দ তালিকায় থাকে নানান ধরনের আইসক্রিম। তবে এই সকল আইসক্রিম এর মধ্যে হাতে তৈরি মালাই কোন আইসক্রিম প্রায় সকলের অনেকটাই বেশি পছন্দের। গরমের তীব্র দাবদাহে মুহুর্তে স্বস্তি পেতে অনেকেই চলতি পথে এটি খেয়ে থাকেন। আবার এই আইসক্রিম খেলে মুহূর্তে ছোট বেলার নানান স্মৃতি ভেসে ওঠে অনেকের চোখের সামনে। একটা সময় এই আইসক্রিম প্রচুর দেখতে পাওয়া যেত বিভিন্ন রাস্তায়। তবে বর্তমানে প্যাকেট জাত বিভিন্ন আইসক্রিম এর দাপটে এই আইসক্রিম এর চাহিদা কিছুটা হলেও কমে এসেছে। তবে এখনোও পর্যন্ত স্বাদের দিক থেকে ও দামের দিক থেকে যে কোনও নামিদামি কোম্পানির আইসক্রিমকে সহজেই টেক্কা দিতে পারে এটি।
এক আইসক্রিম বিক্রেতা সঞ্জিত চৌধুরি জানান, "গরম পড়তেই এই আইসক্রিম এর চাহিদা বেড়ে ওঠে। পথ চলতি বহু মানুষ গরম থেকে সাময়িক স্বস্তি পেতে এই আইসক্রিম খেয়ে থাকেন। দামের দিক থেকে অনেকটাই কম, আর স্বাদের দিক থেকে অনেকটাই বেশি। তাই ছোট থেকে বড় প্রায় সকলেই এই আইসক্রিম খেতে বেশ পছন্দ করেন।" বাজারের আরেকজন আইসক্রিম বিক্রেতা বাপি ঘোষ জানান, "নিজেরা বাড়িতেই তাঁরা এই আইসক্রিম তৈরি করেন। দুধ, চিনি এবং আইসক্রিম পাউডার দিয়ে এটি তৈরি করা হয়। এটি তৈরি হতে মোট সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। মোট দুই থেকে তিন ধরনের আইসক্রিম তৈরি করা হয় বিক্রির উদ্দ্যেশ্যে। আইসক্রিম এর উপর চকলেট সিরাপ দিয়ে বিক্রি করা হয় এটি।"
advertisement
advertisement
পথ চলতি এক কোচবিহারের বাসিন্দা শুভদীপ পাল জানান, "গরমের মধ্যে এত কম দামের সুস্বাদু এই আইসক্রিম খেতে কার না মন চায়। এই আইসক্রিম যেমন গরম থেকে সাময়িক স্বস্তি পাওয়া যায়। তেমনি এই আইসক্রিম খেলেই ছোট বেলার কথা মনে পড়ে যায় এক নিমেষেই। ছোট থেকে বড় সব বয়সেই এই আইসক্রিম মন জয় করে নিতে পারে।"
advertisement
তবে একটা কথা বলা নিঃসন্দেহে বলা সম্ভব। যে নামিদামি কোম্পানির প্যাকেট আইসক্রিমের সঙ্গে পাল্লা দিয়ে অস্তিত্বের লড়াইয়ে এখনও পর্যন্ত বেঁচে রয়েছে এই সুস্বাদু এই আইসক্রিম। ছোট থেকে বড় প্রায় সকলের মনের মধ্যে এখনোও জায়গা ধরে রেখেছে হাতে তৈরি সুস্বাদু এই মালাই কোন আইসক্রিম।
advertisement
-----Sarthak Pandit
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Icecream: গরমের দুপুরে এক নিমেষেই স্বস্তি! ফিরেও যাবেন ছোটবেলায়, উপায়টা কী জানেন? জিভ দিয়ে জল গড়াবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement