Snake: এক কামড়েই মৃত‍্যু! ঘরের ভেতরেই ঘাপটি মেরে ওটা কী! যা ঘটল, আতঙ্কে শিউরে উঠছে গ্রামবাসী

Last Updated:

Snake: কোচবিহারের ২ নং ব্লকের খাপাইডাঙা গ্রাম পঞ্চায়েতের ঘরঘড়িয়া প্রথম খণ্ড এলাকায় আচমকাই ঘটে গেলে এক মর্মান্তিক ঘটনা। ভারতীয় গোখরো সাপের কামড়ের ঘটনায় এক ২৭ বছর বয়সী গৃহবধূ প্রাণ হারালো।

এক কামড়েই মৃত‍্যু! ঘরের ভেতরেই ঘাপটি মেরে ওটা কী! আতঙ্কে শিউরে উঠছে গ্রামবাসী
এক কামড়েই মৃত‍্যু! ঘরের ভেতরেই ঘাপটি মেরে ওটা কী! আতঙ্কে শিউরে উঠছে গ্রামবাসী
কোচবিহার: কোচবিহারের ২ নং ব্লকের খাপাইডাঙা গ্রাম পঞ্চায়েতের ঘরঘড়িয়া প্রথম খণ্ড এলাকায় আচমকাই ঘটে গেলে এক মর্মান্তিক ঘটনা। গোখরো সাপের কামড়ে প্রাণ হারালেন ২৭ বছর বয়সী গৃহবধু। বর্তমানে ওই বাড়ি জুড়ে শুধুই কান্নার রোল
একদিকে মনসা পুজোর আনন্দে মেতে উঠেছে বাঙলি। আর অপরদিকে এই ঘটনা যেন আতঙ্কের পরিবেশ তৈরি করছে গোটা গ্রামে। ওই আক্রান্ত গৃহবধূকে এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যুর ঘটে। ফলে তাঁকে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন।
advertisement
advertisement
স্থানীয় এক ব্যক্তি নারায়ণ চন্দ্র রায় জানান, এলাকার এক গ্রামবাসীর নাম নিতাই বর্মন। তাঁর স্ত্রী অনিতা মালো নিজের ছয় বছরের শিশুকে নিয়ে পড়াশোনা করাচ্ছিলেন। তখনই আচমকা একটি ভারতীয় গোখরো সাপ তাঁকে পায়ে কামড় দেয়। তবে প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেন নি। তবে তারপর যখন আবার সাপটি কামরায়। তখন তিনি দেখেন তাঁর পায়ের থেকে রক্ত পড়ছে।
advertisement
এই পরিস্থিতিতে তিনি আশেপাশের মানুষদের ডাকার চেষ্টা করেন তবে তিনি ঘরের মেঝেতে পড়ে যান। তারপর এলাকার মানুষেরা তাঁকে উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে পরবর্তী সময়ে সর্প উদ্ধারকারী ও বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করে।
advertisement
সর্প উদ্ধারকারী অর্ধেন্দু বণিক জানান, তারা ওই বাড়িতে গিয়ে সাপটিকে ঘরের ভেতর থেকে উদ্ধার করেন। সাপটি ঘরের একটি কোনার খুঁটির পেছনে লুকিয়ে বসেছিল। বেশ কিছুটা সময়ের প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়।
বন দফতর সূত্রে জানতে পারা গিয়েছে, “উদ্ধার করা সাপটিকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর সেটিকে জনবসতি থেকে দূরে জলা এলাকায় ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় মৃতার পরিবারকে সরকারি সাহায্যের বিষয়ে যথা সম্ভব সাহায্য করা হবে। তবে গ্রামবাসীদের আতঙ্ক দূর করতে তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে।”
advertisement
তবে জেলায় একের পর এক সাপের কামড়ের ঘটনা সামনে এসেই চলেছে। কয়েকদিন আগে একটি বাচ্চা ছেলেকে সাপ কামড়ায়। বর্তমানে সে এমজেএন মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে সাপের কামড়ের ঘটনায়।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Snake: এক কামড়েই মৃত‍্যু! ঘরের ভেতরেই ঘাপটি মেরে ওটা কী! যা ঘটল, আতঙ্কে শিউরে উঠছে গ্রামবাসী
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement