Buxa Tourism: বাংলার দুই বিখ্যাত পর্যটনকেন্দ্রের সব হোটেল-হোমস্টে বন্ধ হতে চলেছে? সকলে তাকিয়ে সেই এক দিকেই
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Buxa Tourism: বক্সা পর্যটনের ভাগ্য নির্ধারণের দিন। হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পর্যটন স্থানগুলির ব্যবসায়ীরা। হোটেল, হোমস্টেগুলি কি থাকবে?
আলিপুরদুয়ার: আজ বক্সা পর্যটনের ভাগ্য নির্ধারণের দিন। হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পর্যটন স্থানগুলির ব্যবসায়ীরা। হোটেল, হোমস্টেগুলি কি থাকবে? বড়দিন ও নতুন বছর সামনেই। এই সময়ে ভিড় উপচে পড়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পর্যটন স্থলগুলিতে। কিন্তু এবারে এখানকার ছবি সম্পূর্ণ আলাদা। বক্সা টাইগার রিজার্ভের রিসর্ট, হোমস্টে বন্ধের ওপর হাইকোর্টের স্টে অর্ডার উঠে যেতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের আগের রায় কার্যকর হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা।
আজ অর্থাৎ ২৩ ডিসেম্বর পর্যন্ত সমস্ত বুকিং বাতিল হয়েছে। অদ্ভুত এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে পর্যটকরাও বুঝে উঠতে পারছেন না কী হবে আগামীতে। আপাতত ২৩ ডিসেম্বরে হাইকোর্টে শুনানির দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই পর্যটক ও ব্যবসায়ীদের কাছে।
আরও পড়ুনঃ আজও বাতিল বক্সার সমস্ত বুকিং! মঙ্গলবার থেকে আদৌ পর্যটকদের জন্য খুলবে হোটেল-হোমস্টে? কী চলছে আদালতে জানুন
পর্যটন ব্যবসায়ী জগদীশ ওঁরাও জানান, “হাইকোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি। তবে আমরা মনে করি প্রকৃতি ও মানুষের এক নিবিড় সম্পর্ক রয়েছে।পর্যটনের ওপর আঘাত এলে প্রকৃতির রূপ ঝলমলে থাকবে না।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যবাহী পৌষমেলা, কত দোকান এল? কতদিন চলবে? জানুন
এদিকে বন দফতরের পক্ষ থেকে কারও প্রতিক্রিয়া না মিললেও পর্যটন ব্যবসায়ীরা বন দফতরের খামখেয়ালিপনাকে অবৈধ বলছেন। পর্যটন ব্যবসায়ী কমল বন্দ্যোপাধ্যায় জানান, “বন দফতরের কারণে পর্যটকদের মধ্যে বিভ্রান্তি দেখা যাচ্ছে।একটা মামলা আদালতে চলছে যখন তখন নোটিশ দেওয়ার কোনও মানেই হয় না। এগুলো অবৈধ।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2024 6:08 PM IST