Home Decoration: আফতাব দিয়ে ঘর সাজাবেন? ট্যাঁকে জোর থাকলেই রাজার ধন ঠাঁই পাবে বাড়িতে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
আলিপুরদুয়ারে বিক্রি হচ্ছে পুরোনো দিনের নানান জিনিস। সেগুলো অনেকেই ঘর সাজানোর জন্য কিনে নিয়ে যাচ্ছেন। রয়েছে আফতাব, ছোট কামান, কাঠের দোলনা সহ নানান কিছু
আলিপুরদুয়ার: কমবেশি সকলেই ঘর সাজাতে ভালবাসেন। অনেকের আবার পুরনো জিনিস দিয়ে ঘর সাজানোর প্রতি ঝোঁক থাকে। অ্যান্টিক আসবাবপত্রের আকর্ষণ অন্যরকম। তা দিয়ে সুন্দর করে ঘর সাজিয়ে তোলেন অনেকে। সৌন্দর্য প্রেমী জেলার মানুষের সামনে এবার দারুন সুযোগ।
আরও পড়ুন: তমলুকে আন্তর্জাতিক দাবার আসর
আলিপুরদুয়ারে বিক্রি হচ্ছে পুরোনো দিনের নানান জিনিস। সেগুলো অনেকেই ঘর সাজানোর জন্য কিনে নিয়ে যাচ্ছেন। রয়েছে আফতাব, ছোট কামান, কাঠের দোলনা সহ নানান জিনিস। ব্যবসায়ীদের থেকে জানা গিয়েছে, এগুলি উত্তরপ্রদেশের সাহারনপুর থেকে নিয়ে আসা হয়েছে। যে জিনিসগুলি রয়েছে সেগুলি রাজ আমলের। ঘর সাজাতে পুরনো দিনের জিনিস নেওয়ার প্রতি ঝোঁক বেড়েছে ৩০% ক্রেতাদের মধ্যে। তাঁরা এসে খোঁজ করছেন এই জিনিসগুলির।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ব্যবসায়ীরা জানিয়েছেন, এই জিনিসগুলো সংগ্রহ করে শিলিগুড়িতে রাখা হয়। পাঁচ পার্টনার মিলে এই ব্যবসা করছেন। শিলিগুড়ি থেকেই জিনিসগুলি নিয়ে বিভিন্ন জেলায় বিক্রি করেন তাঁরা। বিশেষ করে মেলাগুলিতে বিক্রি করে মেলে প্রচুর লাভ। আফতাব ও কাঠের দোলনার দাম সবচাইতে বেশি। ৬০ হাজার টাকা থেকে শুরু হয়।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 8:21 PM IST