International Chess Tournament: তমলুকে আন্তর্জাতিক দাবার আসর
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
তমলুকে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে এই প্রতিযোগিতার আসর বসেছে
পূর্ব মেদিনীপুর: দাবা খেলা বাড়ায় শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও একাগ্রতা। তাই তমলুকে বসল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আসর। দাবা খেলার মাধ্যমে ব্যক্তির বুদ্ধিমত্তা ও একাগ্রতা প্রকাশ পায়। কারণ ক্ষুরধার মস্তিষ্ক এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয় দাবা খেলায়।
একসময় গ্রাম বাংলার বাড়িতে বাড়িতে দাবার আসর বসত। কিন্তু বর্তমানে সেই রেওয়াজ প্রায় দেখাই যায় না। আর তাই বর্তমান প্রজন্মের মধ্যে দাবা খেলার প্রসার ঘটাতে তমলুকে এই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে এই প্রতিযোগিতার আসর বসেছে। ৫ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অল ইন্ডিয়া রেটিং টুর্নামেন্ট ঘিরে দাবারুদের মধ্যে ভালই সাড়া পড়েছে। রবিবার পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। অল ইন্ডিয়া চেস ফেডারেশন অনুমোদিত এই টুর্নামেন্টটি পরিচালনা করছে পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা। এই ধরনের টুর্নামেন্ট পশ্চিমবঙ্গ তথা জেলায় প্রথম। এই প্রতিযোগিতায় বাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে মোট ৩৫০ জন প্রতিযোগী এসে অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তাম্রলিপ্তের পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা সহ পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থার সভাপতি পিনাকী রঞ্জন ঘোষ।
advertisement
সৈকত শী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 8:10 PM IST