Siliguri News: এ এক অন্য মিউজিয়াম! এখানে এমন কিছু আছে ‌যা আগে দেখেন নি! রইল ঠিকানা

Last Updated:

Siliguri News: নতুন প্রজন্ম যেন বিভিন্ন সম্প্রদায়ের শিল্প সংস্কৃতিকে জানতে পারে সেই উদ্দেশ্য নিয়েই হিমালয়ান ওয়ার্ল্ড মিউজিয়াম অর্থাৎ সংগ্রহশালা গড়ে উঠেছে।

+
হিমালয়া

হিমালয়া ওয়ার্ল্ড মিউজিয়াম

শিলিগুড়ি: বিভিন্ন সম্প্রদায়ের শিল্প সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টায় গড়ে উঠেছে হিমালয়া ওয়ার্ল্ড মিউজিয়াম। কোনও দেশের ইতিহাস, তার সংস্কৃতি, মানববৈচিত্র্য– সব মিলিয়ে একটা দেশের বা সে দেশের কোনও বিশেষ অঞ্চল বা জনগোষ্ঠী সম্পর্কে সামগ্রিক পরিচয় পাওয়া যায় সে দেশের বিভিন্ন সংগ্রহশালা বা মিউজিয়াম থেকে। সেই ভাবনা থেকেই নতুন প্রজন্ম যেন বিভিন্ন সম্প্রদায়ের শিল্প সংস্কৃতিকে জানতে পারে সেই উদ্দেশ্য নিয়েই হিমালয়ান ওয়ার্ল্ড মিউজিয়াম অর্থাৎ সংগ্রহশালা গড়ে উঠেছে।
এই সংগ্রহশালাটি রয়েছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরায় যেখানে মূলত আসাম, নেপাল, তিব্বত, সিকিম সহ আরও বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পকলা বস্তুকে সংগ্রহ করে রাখা হয়েছে। এই মিউজিয়ামের সঙ্গে যুক্ত ডাক্তার ওম প্রকাশ ভারতী জানান,”বেশির ভাগ ক্ষেত্রেই যে সমস্ত মিউজিয়ামগুলো রয়েছে সেখানে দেখা যায় রাজার বাড়িতেই রাজার তলোয়ার,রাজ প্রাসাদের বিভিন্ন জিনিষ সংগ্রহ করে রাখা হয়। তবে সমাজের সঙ্গে যারা জড়িত তাদের জিনিস সংগ্রহ করে রাখা হয় না। যে ভাবে ধীরে ধীরে সভ্যতা গড়ে উঠেছে তাদের সবকিছুই হারিয়ে যাবার জোগাড়। তাই বিভিন্ন সম্প্রদায়ের যে শিল্প সংস্কৃতির নিদর্শন যেনো আগামী প্রজন্মের জন্য সংগ্রহ করে রাখা যায় সেটাই এই মিউজিয়ামের মূল উদ্দেশ্য”।
advertisement
advertisement
তিনি আরও বলেন,”বর্তমান প্রজন্মের শিশুরা তাদের রুট কালচার ভুলতে শিখেছে। তাদের কাছে যদি এই জিনিসগুলো না দেখানো যায় তারা অনেক জিনিস সম্পর্কেই জানতে পারবে না। তাই তাদের কথা ভেবেই এই সংগ্রহশালা তৈরীর পরিকল্পনা করা হয়”। এখন বিভিন্ন ধরনের কর্মশালা মাস্ক মেকিং এই ধরনের জিনিস মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে করা হয়ে থাকে। আমাদের দেশ তো বটেই আশেপাশের দেশেরও কিছু কিছু শিল্প-সংস্কৃতি এই সংগ্রহশালায় রয়েছে। যেগুলি দেখে তারা সেই সমস্ত দেশের মানুষের শিল্প সংস্কৃতির কথা জানতে পারবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: এ এক অন্য মিউজিয়াম! এখানে এমন কিছু আছে ‌যা আগে দেখেন নি! রইল ঠিকানা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement