Siliguri News: এ এক অন্য মিউজিয়াম! এখানে এমন কিছু আছে যা আগে দেখেন নি! রইল ঠিকানা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: নতুন প্রজন্ম যেন বিভিন্ন সম্প্রদায়ের শিল্প সংস্কৃতিকে জানতে পারে সেই উদ্দেশ্য নিয়েই হিমালয়ান ওয়ার্ল্ড মিউজিয়াম অর্থাৎ সংগ্রহশালা গড়ে উঠেছে।
শিলিগুড়ি: বিভিন্ন সম্প্রদায়ের শিল্প সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টায় গড়ে উঠেছে হিমালয়া ওয়ার্ল্ড মিউজিয়াম। কোনও দেশের ইতিহাস, তার সংস্কৃতি, মানববৈচিত্র্য– সব মিলিয়ে একটা দেশের বা সে দেশের কোনও বিশেষ অঞ্চল বা জনগোষ্ঠী সম্পর্কে সামগ্রিক পরিচয় পাওয়া যায় সে দেশের বিভিন্ন সংগ্রহশালা বা মিউজিয়াম থেকে। সেই ভাবনা থেকেই নতুন প্রজন্ম যেন বিভিন্ন সম্প্রদায়ের শিল্প সংস্কৃতিকে জানতে পারে সেই উদ্দেশ্য নিয়েই হিমালয়ান ওয়ার্ল্ড মিউজিয়াম অর্থাৎ সংগ্রহশালা গড়ে উঠেছে।
এই সংগ্রহশালাটি রয়েছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরায় যেখানে মূলত আসাম, নেপাল, তিব্বত, সিকিম সহ আরও বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পকলা বস্তুকে সংগ্রহ করে রাখা হয়েছে। এই মিউজিয়ামের সঙ্গে যুক্ত ডাক্তার ওম প্রকাশ ভারতী জানান,”বেশির ভাগ ক্ষেত্রেই যে সমস্ত মিউজিয়ামগুলো রয়েছে সেখানে দেখা যায় রাজার বাড়িতেই রাজার তলোয়ার,রাজ প্রাসাদের বিভিন্ন জিনিষ সংগ্রহ করে রাখা হয়। তবে সমাজের সঙ্গে যারা জড়িত তাদের জিনিস সংগ্রহ করে রাখা হয় না। যে ভাবে ধীরে ধীরে সভ্যতা গড়ে উঠেছে তাদের সবকিছুই হারিয়ে যাবার জোগাড়। তাই বিভিন্ন সম্প্রদায়ের যে শিল্প সংস্কৃতির নিদর্শন যেনো আগামী প্রজন্মের জন্য সংগ্রহ করে রাখা যায় সেটাই এই মিউজিয়ামের মূল উদ্দেশ্য”।
advertisement
আরও পড়ুনঃ IPL 2025 Mega Auction: ১৩ বছর বয়সেই আইপিএল নিলামে, অদ্ভূত ট্যালেন্টকে ঘিরে হইচই, দলে নেবে কেকেআর!
advertisement
তিনি আরও বলেন,”বর্তমান প্রজন্মের শিশুরা তাদের রুট কালচার ভুলতে শিখেছে। তাদের কাছে যদি এই জিনিসগুলো না দেখানো যায় তারা অনেক জিনিস সম্পর্কেই জানতে পারবে না। তাই তাদের কথা ভেবেই এই সংগ্রহশালা তৈরীর পরিকল্পনা করা হয়”। এখন বিভিন্ন ধরনের কর্মশালা মাস্ক মেকিং এই ধরনের জিনিস মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে করা হয়ে থাকে। আমাদের দেশ তো বটেই আশেপাশের দেশেরও কিছু কিছু শিল্প-সংস্কৃতি এই সংগ্রহশালায় রয়েছে। যেগুলি দেখে তারা সেই সমস্ত দেশের মানুষের শিল্প সংস্কৃতির কথা জানতে পারবে।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2024 3:52 PM IST