Higher Secondary Exam 2023: প্রাথমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা! কেন ঘটল এমন? জানলে অবাক হবেন
Last Updated:
Higher Secondary Exam 2023: এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনও রকম অসুবিধে হবেনা বলে জানিয়েছেন রায়গঞ্জ টেন ক্লাস গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক
রায়গঞ্জ: পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পরীক্ষার সিট পড়ল প্রাথমিক স্কুলে। এমনই ঘটেছে রায়গঞ্জের টেন ক্লাস গালর্স হাই স্কুলে। সেখানে রায়গঞ্জের তিনটি স্কুলের সিট পড়ায় পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৭। কিন্তু স্কুলের ধারণ ক্ষমতা ৩০০ জন হওয়ায় পাশেই অবস্থিত বীণাদেবী প্রাথমিক স্কুলে সিট পড়েছে পরীক্ষার্থীদের।
আর এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনও রকম অসুবিধে হবেনা বলে জানিয়েছেন রায়গঞ্জ টেন ক্লাস গালর্স হাইস্কুলের প্রধান শিক্ষক সীমা নাগ। তিনি জানান, পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় পাশেই অবস্থিত বীণাদেবী প্রাথমিক স্কুলকে ব্যবহার করা হয়েছে। তবে দু'তিনটে পরীক্ষার জন্য ওই প্রাথমিক স্কুল প্রয়োজন হবে বলে জানান তিনি।
advertisement
advertisement
অন্য দিকে এই বিষয় নিয়ে পৌরসভার স্থানীয় কো-অর্ডিনেটর চৈতালী ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও এই বিষয়টি সত্যতা মেনে নিয়েছেন । তবে কোনও রকম সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।
advertisement
মৃন্ময় বসাক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 3:21 PM IST