HS Exam 2023| Bus Strike|| উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মালদহে বাস ধর্মঘট, সংকটে পরীক্ষার্থীরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
HS Examination 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মালদহে বেসরকারি বাস ধর্মঘট। বাস মালিক সংগঠন গুলির মধ্যে কোন্দলের জেরে এক পক্ষ সোমবার থেকে জেলার প্রতিটি রুটে বেসরকারি বাস বন্ধ করে আন্দোলনে নেমেছে।
মালদহ: উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মালদহে বেসরকারি বাস ধর্মঘট। বাস মালিক সংগঠন গুলির মধ্যে কোন্দলের জেরে এক পক্ষ সোমবার থেকে জেলার প্রতিটি রুটে বেসরকারি বাস বন্ধ করে আন্দোলনে নেমেছে। স্বাভাবিককের থেকে কম বেসরকারি বাস রাস্তায় চলাচল করায় সোমবার থেকেই সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে।
মালদহের গৌড়বঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অনান্য বাস মালিক সংগঠনগুলি তাঁদের বাস পরিষেবা স্বাভাবিক রেখেছে। সোমবার থেকে মালদহের রুট গুলিতে মোট ৬০ বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ রাত পোহালেই উচ্চ মাধ্যমিক, এদিকে চলছে ট্রেন সমস্যা! এবার পূর্বরেলকে চিঠি পাঠাল সংসদ
অভিযোগ, বাস মালিক সংগঠনগুলির দুই পক্ষের বিবাদের জেরে গত শুক্রবার মালদহ চাঁচোল রুটের একটি বাস আটকে রাখা হয়েছে চাঁচোল বাসস্ট্যান্ডে। বাসটি গৌড়বঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংসঠনের এক সদস্যের। বাসটি ছাড়াতে পুলিশ ও জেলা পরিবহন দফতরের আধিকারিকের কাছে লিখিত ভাবে আবেদন জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। কিন্তু তারপরও বাসটিকে না ছাড়াই গৌড়বঙ্গ বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদহ চাঁচল রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ করা হয়েছিল। ঘটনার প্রায় চার দিন কেটে গেলেও এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। তাই সোমবার থেকে জেলার প্রতিটি রুটে বাস চলাচল বন্ধ রেখেছে গৌড়বঙ্গ বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে! প্রয়োজনীয় ডকুমেন্টস্ থেকে শুরু করে আবেদনের প্রক্রিয়া, সব কিছু বিস্তারিত জেনে নিন
বাস মালিক ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলা গৌড়কন্যা বাস টার্মিনাস থেকে জেলা ও জেলার বাইরের বিভিন্ন রুটে প্রায় তিন শতাধিক বেসরকারি বাস চলাচল করে। তার মধ্যে গৌড়বঙ্গ বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রায় ৬৯ বাস রয়েছে। মঙ্গলবার থেকে গোটা রাজ্যজুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রশাসনের হস্তক্ষেপে প্রতিটি রুটে অতিরিক্ত যানবাহন চালানো হয়। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদিন আগে মালদহ জেলায় বাস মালিক সংগঠনের এক পক্ষের আন্দোলনের জেরে বেশ কিছু বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে।
advertisement
আন্দোলনকারীদের দাবি, প্রশাসনের তরফ থেকে সমস্যার সমাধান যতক্ষণ না হবে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এই বিষয়ে মালদহ গৌড়বঙ্গ বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত প্রসাদ চক্রবর্তী জানান, গত কয়েকদিন ধরেই আমাদের সংগঠনের একটি বাস দুষ্কৃতীরা আটকে রেখেছে। পুলিশ পরিবহন দফতরে আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই আমরা সোমবার থেকে জেলার প্রতিটি রুটে আমাদের সংগঠনের সমস্ত বাস চলাচল বন্ধ করেছি। প্রশাসন হস্তক্ষেপ করে যতক্ষণ না সমস্যার সমাধান করবে আমরা আন্দোলন চালিয়ে যাব।
advertisement
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে জেলার বিভিন্ন রুটে আংশিক বেসরকারি বাস ধর্মঘট শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যদিও আন্দোলনকারীদের দাবি, প্রশাসন হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করলেই তারা পুণরায় প্রতিটি রুটে বাস চলাচল স্বাভাবিক করবেন।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 7:27 PM IST