Alipurduar News: তুমুল বৃষ্টি! ভাঙল জাতীয় সড়ক সংযোগকারী রাস্তা, বিচ্ছিন্ন এলাকা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
প্রবল বর্ষণে ভাঙল হাইওয়ের সঙ্গে সংযোগকারী রাস্তা
আলিপুরদুয়ার: প্রবল বর্ষণে দলসিংপাড়া গোপালবাহাদুর বস্তিগামী গ্ৰামীণ সড়ক ভেঙ্গে গিয়েছে, প্রধান সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাটির। জানা যায়, এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগকারী রাস্তা ছিল এটি। সড়কের যেটুকু অংশ ঠিক রয়েছে তা দিয়ে শুধুমাত্র যাতায়াত করা সম্ভব পায়ে হেঁটে। তবুও প্রাণের ঝুঁকি থেকেই যায়। শীঘ্রই সড়কটি নির্মাণ করার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপাল বাহাদুর বস্তি। এই এলাকাটির সামনে রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। প্রায় দেড় হাজার মানুষের বসবাস এই এলাকায়। এই এলাকার বেশিরভাগ মানুষ দিন মজুরের কাজ করেন। তাঁদের যাতায়াতের রাস্তা এটি। শুক্রবার রাতের মুষলধারার বৃষ্টিতে এলাকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত রাস্তাটির ২৫০ মিটার ধসে যায়। তারপর থেকে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর উপায় নেই। গাড়ি দূরেই থাক, সাইকেল যেতে পারবেনা রাস্তা দিয়ে।
advertisement
advertisement
সড়ক ধসে যাওয়ার পাশাপাশি গার্ডওয়ালও ভেঙ্গে গিয়েছে। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, সম্প্রতি সড়কটি অল্প ভেঙ্গেছিল। শুক্রবারের বৃষ্টিতে পুরোপুরি ভেঙ্গে গেল। রাস্তা নির্মাণের সময় গোলযোগ ছিল বলে এই পরিণতি বলে মনে করছেন তারা। এলাকার বাসিন্দারা জানান, রাস্তার সাংঘাতিক পরিস্থিতি। রাতে কেউ ভুল করে এই রাস্তায় প্রবেশ করলে ভোগান্তি রয়েছে তার। বড় দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা এই রাস্তাটি দ্রুত মেরামতের দাবিতে জেলা প্রশাসনের কাছে একটি চিঠি লিখেছেন। এই রাস্তাটি এশিয়ান হাইওয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, তাই এর গুরুত্ব অনেকটাই বলে দাবি জানিয়েছেন তিনি।এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য মোতিলাল ছেত্রি জানান, “সমস্যার কথা উদ্ধৃতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দেখা যাক কি হয়।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 8:23 PM IST
