Zubeen Garg| 'কত গান বাকি রয়ে গেল...' প্রয়াত জুবিন গর্গের জন্মদিনে গুয়াহাটিতে জিৎ গঙ্গোপাধ্যায়, গরিমার সঙ্গে ভাগ করে নিলেন শূন্যতা

Last Updated:

Zubeen Garg: মঙ্গলবার সদ্য প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের জন্মদিনে শোক ও স্মৃতিচারণায় ভরে উঠল গোটা গুয়াহাটি। শহরের বিভিন্ন প্রান্তে অনুরাগীদের উদ্যোগে আয়োজন করা হয় স্মরণসভা ও রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবিনের স্ত্রী গরিমা, যাঁকে ঘিরে ছিল আবেগঘন পরিবেশ।

 'কত গান বাকি রয়ে গেল...' প্রয়াত জুবিন গর্গের জন্মদিনে গুয়াহাটিতে জিৎ গঙ্গোপাধ্যায়, গরিমার সঙ্গে ভাগ করে নিলেন শূন্যতা
'কত গান বাকি রয়ে গেল...' প্রয়াত জুবিন গর্গের জন্মদিনে গুয়াহাটিতে জিৎ গঙ্গোপাধ্যায়, গরিমার সঙ্গে ভাগ করে নিলেন শূন্যতা
মঙ্গলবার ছিল সদ্য প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন। গোটা গুয়াহাটি জুড়ে পালন করা হয় দিনটি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একাধিক জায়গায় আয়োজিত হয় রক্তদান শিবিরও। এই আয়োজনগুলির নেতৃত্বে ছিলেন জুবিনের স্ত্রী গরিমা গর্গ।
জুবিনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে বিশেষভাবে গুয়াহাটি যান সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। গরিমার সঙ্গে দেখা করে জুবিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। আবেগপ্রবণ জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, জুবিনের সঙ্গে তাঁর বহু অসমাপ্ত কাজ রয়ে গেল। তিন দশকের বন্ধু হঠাৎ এভাবে চলে যাওয়াকে এখনও মেনে নিতে পারছেন না তিনি। জুবিন গর্গের জন্মদিনে এভাবেই স্মৃতি, শ্রদ্ধা এবং শোক মিশে এক আবহ তৈরি হয় অসমজুড়ে।
advertisement
advertisement
জুবিন গর্গের জন্মদিনে এভাবেই মিশে গেল শ্রদ্ধা, স্মৃতি এবং এক শিল্পীর অনুপস্থিতির গভীর শূন্যতা।
এই আবহেই অসমে জুবিনের বাড়িতে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। গরিমার সঙ্গে সাক্ষাতে তিনি স্মরণ করেন দীর্ঘ তিন দশকের বন্ধুত্বের কথা। আবেগাপ্লুত জিৎ বলেন, জুবিনের সঙ্গে বহু অসম্পূর্ণ কাজ পড়ে রইল। এত দিনের সহযাত্রীকে হারানো তাঁর পক্ষে এখনও মানিয়ে নেওয়া কঠিন।
advertisement
গত সেপ্টেম্বর মাসে অকালপ্রয়াণ হয় জ়ুবিন গর্গের। তাঁর মৃত্যু নিয়ে একাধিক রহস্য। অসমের অনেকেই দাবি করেছেন, জ়ুবিনকে খুন করা হয়েছে। তদন্ত চলছে। এর মাঝেই, মঙ্গলবার গায়কের ৫৪তম জন্মদিন। জ়ুবিনের অপূর্ণতাকে পূর্ণ করছেন তাঁর অনুরাগীরা। গায়কের গুয়াহাটির বাড়ির সামনে মধ্যরাত থেকে ভিড় জমান তাঁর অনুরাগীরা। বড় বড় চকোলেট কেক কাটা হয় তাঁর ছবির সামনে।
advertisement
জুবিনের জন্মদিনে অসমে তাঁর বাড়িতে জিৎ গঙ্গোপাধ্যায়....দেখা করলেন জুবিনের স্ত্রী গলিমার সঙ্গে
জুবিনের জন্মদিনে অসমে তাঁর বাড়িতে জিৎ গঙ্গোপাধ্যায়….দেখা করলেন জুবিনের স্ত্রী গরিমার সঙ্গে
পথচারীদের কেক বিতরণ করেন অনুরাগীরা। গায়কের বাড়ির ভিতরেও আয়োজন হয়। জ়ুবিনের জন্য গোটা লোহার দরজা সাজানো হয়েছে নীল-সাদা বেলুন দিয়ে। সঙ্গে পাতা হয় লাল গালিচা। স্বামীর জন্মদিন উপলক্ষে অনুরাগীদের বিশেষ আয়োজনে সঙ্গ দিলেন স্ত্রী গরিমা শঈকীয়া। এ ছাড়াও গায়কের জন্মদিনে কোথাও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আবার কোনও কোনও স্কুলেও গায়কের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। গায়ক-পত্নী গরিমা লেখেন, ‘‘ এই জন্মদিন থেকে আগামী প্রতিটা জন্মদিনে আমরা নিজেদের গল্প শুরু করব। যেখানে থেকো ভাল থেকো।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zubeen Garg| 'কত গান বাকি রয়ে গেল...' প্রয়াত জুবিন গর্গের জন্মদিনে গুয়াহাটিতে জিৎ গঙ্গোপাধ্যায়, গরিমার সঙ্গে ভাগ করে নিলেন শূন্যতা
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement