Heavy Rainfall : হাসিমারায় রেকর্ড বৃষ্টি, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা, নজর দিতে ভয় লাগবে! চোখের পাতা এক করার উপায় নেই
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Heavy Rainfall : রাত থেকে প্রবল বৃষ্টি সঙ্গে বজ্রপাত আলিপুরদুয়ার জেলাজুড়ে। সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে হাসিমারা এলাকায়। হাসিমারা তোর্ষা নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
কালচিনি, অনন্যা দে: শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি সঙ্গে বজ্রপাত আলিপুরদুয়ার জেলাজুড়ে। সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে হাসিমারা এলাকায়। হাসিমারা তোর্ষা নদীতে লাল সতর্কতা জারি হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ৩৭. ২০ মিলিমিটার। হাসিমারায় বৃষ্টি হয়েছে ১৫৩ মিলিমিটার।
হাসিমারা -কালচিনি সড়কে পড়েছে একটি গাছ। এরফলে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। জয়গাঁ ছোট মেচিয়াবস্তি এলাকায় বিপদসীমার ওপর দিয়ে বইছে তোর্ষা নদীর জল। হাসিমারা তোর্ষা নদীর পাশে পারমালঙ্গি এলাকা সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন। এলাকার বাঁধ ভেঙে গিয়েছে। জল প্রবেশ করছে গ্রামে।
আরও পড়ুন : মাছ ধরতে গিয়ে বিপত্তি! টেনে নিয়ে গেল কুমির, বাঁচার জন্য তীব্র আর্তনাদ! তারপর…
ভয়ে গ্রাম ছেড়ে ব্রিজের ওপর আশ্রয় নিচ্ছেন গ্রামবাসীরা। তোর্ষা নদীর এমন রূদ্ররূপ আগে তাঁরা দেখেননি বলে জানিয়েছেন। তোর্ষার জল ছুঁয়েছে ব্রিজ। রেল ব্রিজের কাছাকাছি দেখা গিয়েছে নদীর জল। রাত থেকে এই পরিস্থিতির কারণে দুচোখের পাতা এক করতে পারেননি এলাকাবাসীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিস্থিতি কেমন রয়েছে, তা দেখতে এসেছিলেন হাসিমারা রেল পুলিশ কর্মীরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য এলাকায় রয়েছেন। এলাকার এই পঞ্চায়েত সদস্য সাদ্দাম আনসারী জানিয়েছেন, গতকাল রাত থেকে আমরা এখানে রয়েছি। আজ সারাদিন বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
October 05, 2025 1:12 PM IST