টানা বৃষ্টি,ধসে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে! কড়া নজরদারি নবান্নের! চালু কন্ট্রোল রুম

Last Updated:

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সেতু ভেঙে আর ধসে ইতিমধ্যেই এক শিশু-সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে কড়া নজরদারি শুরু করল নবান্ন। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নজরদারি শুরু করলেন খোদ রাজ্যে মুখ্য সচিব-সহ একাধিক শীর্ষ পর্যায়ের আধিকারিকরা।

চালু হল কন্ট্রোল রুম
চালু হল কন্ট্রোল রুম
কলকাতা: প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সেতু ভেঙে আর ধসে ইতিমধ্যেই এক শিশু-সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে কড়া নজরদারি শুরু করল নবান্ন। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নজরদারি শুরু করলেন খোদ রাজ্যে মুখ্য সচিব-সহ একাধিক শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ অর্থাৎ রবিবারেই রওনা হয়েছেন সিনিয়র আইএএস অফিসারদের একটি বিশেষ দল । জানা গিয়েছে, বিপর্যয়ের এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিবের নেতৃত্বে এই দল কাজ করবে। একইসঙ্গে কলকাতা থেকে পাঠানো হচ্ছে কৃষি দফতরের সচিব, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সহ একাধিক আধিকারিকদের। আজ দুপুরেই তারা উত্তরবঙ্গের জন্য রওনা হচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর।
একইসঙ্গে ভুটান সরকারের সঙ্গেও কথা হয়েছে রাজ্য সরকারের। জানা গিয়েছে, টালা হাইড্রো পাওয়ার প্রজেক্টের সমস্ত কাজ বন্ধ করে রাখা হয়েছে। ভুটান সরকারের তরফে ইতিমধ্যেই অ্যাডভাইজারি জারি করা হয়েছে। ভুটানে ব্যাপক বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের তোর্ষা ও রায়ডাক নদীর জলস্তর বিপদসীমার উপরে বইতে পারে। কোচবিহার ও জলপাইগুড়ি জেলাকে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে।
advertisement
প্রসঙ্গত, টালা হাইড্রো পাওয়ার প্রজেক্ট রায়ডাক নদীর উপর অবস্থিত। এই প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই ভুটান সরকার অ্যাডভাইজারি জারি করেছে। এই প্রজেক্টের অধিকর্তাদের সঙ্গে ইতিমধ্যে রাজ্য সরকারের শীর্ষস্তরের কর্তাদের সঙ্গে কথা হয়েছে।
advertisement
আরও পড়ুন: টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড দার্জিলিং-সহ উত্তরবঙ্গ, মিরিকে ধসে চাপা পড়ে শিশু-সহ মৃত ১৩!
এই বিপর্যয়ের মাঝে পর্যটকের জন্য নবান্নের পক্ষ থেকে চব্বিশ ঘন্টাব্যাপী কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পর্যটকদের পাশাপাশি উত্তরবঙ্গের যে কোন বাসিন্দা এই কন্ট্রোলরুমে ফোন করতে পারেন।
advertisement
নম্বরগুলি হল- ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫,
কন্ট্রোল রুমের এই নম্বরে পর্যটকরা ফোন করতে পারেন। নবান্নের বিপর্যয় মোকাবিলা দফতরে চালু করা হল ২৪ ঘন্টা ব্যাপী কন্ট্রোল রুম।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
টানা বৃষ্টি,ধসে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে! কড়া নজরদারি নবান্নের! চালু কন্ট্রোল রুম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement