Heavy Rain Alert: টানা ভারী বৃষ্টিতে রাস্তা উধাও, জল ঢুকল ডুয়ার্সের একাধিক চা বাগানে! ভয়াবহ পরিস্থিতি
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Heavy Rain Alert: ক্রমাগত বৃষ্টির কারণে ভরে উঠেছে আলিপুরদুয়ার জেলার সমস্ত নদী ও ঝোরার জল।
আলিপুরদুয়ার: ক্রমাগত বৃষ্টির কারণে ভরে উঠেছে আলিপুরদুয়ার জেলার সমস্ত নদী ও ঝোরার জল। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে বাঁধ ও রাস্তা। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে ২১০.২০ মিমি। ভুটান সীমান্তবর্তী হাসিমারা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়েছে ৮৩ মিমি। বাসরা নদীর জল সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের ভিতরে প্রবেশ করছে। অপরদিকে, তিতি নদীর জল বৃদ্ধি পাওয়ায় মাদারিহাট থেকে টোটোপাড়া যোগাযোগ বন্ধ আছে। পুরসভার ১৭ নং ওয়ার্ড নোনাই নদীর বাঁধ ভাঙতে শুরু হয়েছে। তা পরিদর্শন করেছেন আলিপুরদুয়ার পুরসভার ভাইস চেয়ারম্যান মাম্পী অধিকারী।
advertisement
আরও পড়ুন: আর কত সম্পত্তি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের! পাটুলিতে পাঁচিল ঘেরা ১৮ কাঠা জমি কার নামে জানেন?
জানা যায়, জেলায় ভারী বৃষ্টি শুরু হতেই এলাকার নোনাই নদীর বাঁধের একাংশ ভেঙে যাচ্ছে। ফলে বর্ষার শুরুতেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। কারণ প্রতি বছর বর্ষার সময় জলমগ্ন হয়ে থাকে ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। তাই বর্ষার শুরুতেই বৃষ্টিতে বাঁধ ভেঙে যাওয়ায় বানভাসী হওয়ার আতঙ্ক তৈরি হয়েছে। এলাকার কয়েক হাজার পরিবারের মানুষ আতঙ্কিত।
advertisement
advertisement
দ্রুত সমস্যা সমাধানের জন্য সেচ দফতরের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে ওই ভগ্ন বাঁধ পরিদর্শন করলেন মাম্পি অধিকারী। তিনি জানান, “নদীর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই ভাঙন যে করে হোক আটকাতে হবে, নইলে স্কুলটি যখন তখন ভেসে যাবে। আমরা বিকল্প স্থানে ফ্লাড সেন্টার খুঁজছি।” এদিকে, মেন্দাবাড়ি এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুটানের ঝোড়ার জলে। রাস্তাটি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 3:35 PM IST