WB School Timing Change: বদলে গেল সময়, জুন মাসে কখন যেতে হবে স্কুলে? লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য স্বস্তির খবর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
WB School Timing Change after Summer Vacation: গত তিনদিনে রাজ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব স্কুলই সকালে স্কুল করানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনই রিপোর্ট রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে জমা পড়েছে।
কলকাতা: রাজ্যের ৬০ শতাংশ স্কুলই গরমের জন্য সকালে স্কুল করানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে জুড়ে প্রায় ৪০ হাজার স্কুলে অন্তত জুন মাসটা সকাল ৭ টা বা সকাল ৭.৩০ থেকে শুরু হবে ক্লাস। বুধবারই স্কুল গুলিকে অত্যধিক গরমের কারণে সময়সীমা বদল করার অনুমতি ছেড়ে দেয় রাজ্য।
গত তিনদিনে রাজ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব স্কুলই সকালে স্কুল করানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনই রিপোর্ট রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে জমা পড়েছে। সকালে সময়সীমা বদল করলেও স্কুলগুলি ফাঁকি দিচ্ছে না তো? তার জন্য স্কুলে স্কুলে পরির্দশনের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের।
আরও পড়ুন: তীব্র গরমে আর স্কুল নয়, বিরাট সিদ্ধান্ত সরকারের! লাখ-লাখ পড়ুয়ার জন্য বড় স্বস্তির খবর
প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে পরিদর্শনের নির্দেশ দিয়েছে রাজ্য। রাজ্যে বর্তমানে ৬৪ হাজার স্কুল। তার মধ্য প্রাথমিক স্কুল ৫০ হাজার, মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুল ১৪ হাজার। দেড় মাস পর গত সোমবার স্কুল খুলেছে গরমের ছুটির পর। কিন্তু গরম কমেনি এক ফোঁটাও। উত্তরবঙ্গে বর্ষা এলেও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তীব্র গরমে ফুটছে। এরই মধ্যে গরমে স্কুলের সময় বদলানোর অনুমতি দেয় স্কুল শিক্ষা দফতর।
advertisement
advertisement
আরও পড়ুন: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি
আচমকা আবার গরম পড়ায় নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। গোটা জুন মাস স্কুলের সময় পরিবর্তন করতে পারবে স্কুলগুলি। প্রয়োজনে স্কুলের সময় সকালে করতে পারবে স্কুলগুলি। রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশ মধ্যশিক্ষা ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে তা ঠিক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্থানীয় আবহাওয়ার উপর নির্ভর করে স্কুলের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনও ভাবেই যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও সিলেবাস শেষ করতে অসুবিধে না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে বলে মধ্যশিক্ষা ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে রাজ্য।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 12:06 PM IST