Heatwave Alert: উত্তরেও চড়ছে পারদ, প্রচণ্ড দাবদাহে গুরুতর অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Heatwave Alert: বাহিনীর অন্যান্য জওয়ান সূত্রে খবর, ফরাক্কায় পোস্টিং ছিল। নির্বাচনের কাজে ডিউটিতে ধূপগুড়িতে এসেছে।
জলপাইগুড়ি: তীব্র গরম,আচমকাই অসুস্থ হয়ে পড়ল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ঘটনাটি ঘটে মঙ্গলবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাউকিমারি হাই স্কুলের অস্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পে। এদিন আচমকাই ওই জওয়ান মাটিতে লুটিয়ে পড়ে এবং নাক দিয়ে রক্তক্ষরণহয়।
তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। জানা যায় ঐ ব্যক্তির নাম চন্দ্রকান্ত ভগত (৪৫)।
advertisement
advertisement
তিনি সিআইএসএফের ৫১১ নং ব্যাটেলিয়ানের জওয়ান। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত। তাঁর কর্মস্থল ফারাক্কা,এবং ঝাড়খন্ডের বাসিন্দা। লোকসভা নির্বাচনের জন্য জলপাইগুড়ি জেলায় তাঁর পোস্টিং রয়েছে । তাঁকে তাঁর ব্যাটালিয়নের জওয়ানরাই উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর পর্যবেক্ষণেরাখা হয়েছে।
বাহিনীর অন্যান্য জওয়ান সূত্রে খবর, ফরাক্কায় পোস্টিং ছিল। নির্বাচনের কাজে ডিউটিতে ধূপগুড়িতে এসেছে। সকালে অসুস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। চিকিৎসকরা বলেন, নাক দিয়ে রক্ত পড়েছে,গরম থেকেও এমনটা হতে পারে।
advertisement
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 16, 2024 8:07 PM IST










