Heatwave Alert: উত্তরেও চড়ছে পারদ, প্রচণ্ড দাবদাহে গুরুতর অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান

Last Updated:

Heatwave Alert: বাহিনীর অন্যান্য জওয়ান সূত্রে খবর, ফরাক্কায় পোস্টিং ছিল। নির্বাচনের কাজে ডিউটিতে ধূপগুড়িতে এসেছে।

গরমে অসুস্থ জওয়ান
গরমে অসুস্থ জওয়ান
জলপাইগুড়ি: তীব্র গরম,আচমকাই অসুস্থ হয়ে পড়ল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। ঘটনাটি ঘটে মঙ্গলবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ডাউকিমারি হাই স্কুলের অস্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পে। এদিন আচমকাই ওই জওয়ান মাটিতে লুটিয়ে পড়ে এবং নাক দিয়ে রক্তক্ষরণহয়।
তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। জানা যায় ঐ ব্যক্তির নাম চন্দ্রকান্ত ভগত (৪৫)।
advertisement
advertisement
তিনি সিআইএসএফের ৫১১ নং ব্যাটেলিয়ানের জওয়ান। তিনি হেড কনস্টেবল পদে কর্মরত। তাঁর কর্মস্থল ফারাক্কা,এবং ঝাড়খন্ডের বাসিন্দা। লোকসভা নির্বাচনের জন্য জলপাইগুড়ি জেলায় তাঁর পোস্টিং রয়েছে । তাঁকে তাঁর ব্যাটালিয়নের জওয়ানরাই উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর পর্যবেক্ষণেরাখা হয়েছে।
বাহিনীর অন্যান্য জওয়ান সূত্রে খবর, ফরাক্কায় পোস্টিং ছিল। নির্বাচনের কাজে ডিউটিতে ধূপগুড়িতে এসেছে। সকালে অসুস্থ হয়ে পড়ায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। চিকিৎসকরা বলেন, নাক দিয়ে রক্ত পড়েছে,গরম থেকেও এমনটা হতে পারে।
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Heatwave Alert: উত্তরেও চড়ছে পারদ, প্রচণ্ড দাবদাহে গুরুতর অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement