Hamro Party: পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ! দার্জিলিংয়ে হামরো পার্টির অবলুপ্তি... ২৬-এর আগে বড় বদল
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সূত্রের খবর, গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন বিধায়ক গৌলেন লেপচা নতুন দলে যোগ দিচ্ছেন। হরকা বাহাদুর ছেত্রীর সঙ্গে কথা চলছে। সবমিলিয়ে পাহাড়ে ফের রাজনৈতিক সমীকরণ বদলের পথে।
শিলিগুড়ি ও দার্জিলিং: ২৬-এর ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ। পাহাড়ে আর কোনও অস্তিত্ব রইলো না হামরো পার্টির। জিএনএলএফ ভেঙে ২০২১-এর ২৫ নভেম্বর মিরিকে পথ চলা শুরু করেছিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। ২২-এ দার্জিলিং পুরসভা দখল করে তারা। যদিও পরে দল ভাঙিয়ে পুরবোর্ড দখল করে বিজিপিএম। আর সেই হামরো পার্টি গতকালই ভেঙে দেওয়া হয়। অজয়ের নেতৃত্বেই আজ থেকে নয়া পার্টির অভিষেক পাহাড়ে।
দার্জিলিংয়ের জিমখানা হলে আত্মপ্রকাশ করবে নয়া পার্টি। মূলত পাহাড়ের গোর্খা ঐক্য ধরে রাখতেই এই উদ্যোগ। পাহাড়বাসীর দীর্ঘদিনের দাবী আদায়ই লক্ষ্য। নতুন দলে থাকবেন সদ্য তৃণমূল ছেড়ে আসা এনবি খাওয়াশ, জনমুক্তি মোর্চার প্রাক্তন সভাসদ প্রকাশ গুরুং। থাকতে পারেন কার্শিয়ংয়ের প্রাক্তন বিধায়ক রোহিত শর্মা, কালিম্পংয়ের প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী। অজয় গতকাল জানান, বিজেপি, তৃণমূল, গোর্খা জনমুক্তি মোর্চা, বিজিপিএম, জিএনএলএফের একাধিক প্রতিষ্ঠাতা সদস্য যোগ দেবেন। ফের নতুন দলের আত্মপ্রকাশ হতে পারে পাহাড়ে। সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হবে।
advertisement
২০২১ সালে ২৫ নভেম্বর হামরো পার্টি তৈরি করেন অজয় এডওয়ার্ড। সূত্রের খবর, নতুন দলে শামিল হচ্ছেন জিটিএ-র প্রাক্তন সভাসদ সঞ্জয় থুংলং-সহ কয়েকজন। দল গঠনের প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। পাহাড়ের বিভিন্ন দলের নেতৃত্ব যোগাযোগ করছেন। নতুন দলের কর্মসূচিতেও থাকছে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি। পাশাপাশি জিটিএ-র বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন: আম্বেদকরের অপমানে বিজেপিকে কটাক্ষ মমতার, সোম দুপুরে বাংলাজুড়ে প্রতিবাদে তৃণমূল
সূত্রের খবর, গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন বিধায়ক গৌলেন লেপচা নতুন দলে যোগ দিচ্ছেন। হরকা বাহাদুর ছেত্রীর সঙ্গে কথা চলছে। সবমিলিয়ে পাহাড়ে ফের রাজনৈতিক সমীকরণ বদলের পথে।
একটা অংশের বক্তব্য, নির্বাচন কমিশনে হামরো পার্টির রেজিস্ট্রেশন সম্ভব হচ্ছে না। তাই এই সিদ্ধান্ত। যদিও পাহাড়ের রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, দল চালাতে গিয়ে বেশ সমস্যায় পড়েছেন অজয়। দলে ভাঙন ঠেকাতে পারছেন না। ওই কারণে মাত্র দুবছরের মধ্যে বাধ্য হয়ে দল তুলে নিতে হচ্ছে তাঁকে। কিন্তু নয়া দল গঠন হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 22, 2024 12:11 PM IST