West Bengal Latest Weather Report|| শুরু ঝোড়ো হাওয়ার, সঙ্গে তুমুল শিলাবৃষ্টি, তাণ্ডবের পূর্বাভাস হাওয়া অফিসের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Latest Weather Forecast: ভরদুপুরে সন্ধ্যা নামল ডুয়ার্সে। আকাশ কালো করে নেমে এলো আঁধার। শুরু প্রবল ঝড় ও শিলাবৃষ্টি।
জলপাইগুড়ি: ভরদুপুরে সন্ধ্যা নামল ডুয়ার্সে। আকাশ কালো করে নেমে এল আঁধার। শুরু হল প্রবল ঝড় ও শিলাবৃষ্টি। জলপাইগুড়ি জেলার মেটেলি, চালসা প্রভৃতি এলাকায় চলছে ঝড় ও ব্যাপক শিলাবৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার দুপুর থেকেই আকাশের মুখভার ছিল। বেলা বাড়তেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার শিলা বৃষ্টি। তার সঙ্গে চারদিক অন্ধকারে ঢেকে যায়। রাস্তায় গাড়ি চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে।
আরও পড়ুনঃ
advertisement
আরও পড়ুনঃ KFC চিকেন দেখলেই জিভে জল আসে, কিন্তু ফুল ফর্ম জানেন কি? ৯০% মানুষই জানেন না
ঝোড়ো হওয়ার দাপটে ডুয়ার্সের ওদলাবাড়ি পার্কের পাশে ৩১ নং জাতীয় সড়কে ওপরে পড়ে যায় বিশাল গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তার এবং খুঁটি। যার ফলে ওদলাবাড়ি এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জাতীয় সড়কে গাছ পড়ে যাওয়ায় যায় চলাচল স্তব্ধ হয়ে যায়। যান চলাচল স্বাভাবিক করতে ইতিমধ্যে গাছ কাটার কাজ চলছে।
advertisement
শিলা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় জেরে মাল মহকুমা জুড়েঅনেকটাই ঠান্ডা পড়েছে। বর্তমানে রাস্তাঘাট ফাঁকা রাস্তায় গাড়ি নেই বললেই চলে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 8:24 PM IST