Guest Professors Agitation: দু'মাস ধরে বেতন হচ্ছে না অতিথি অধ্যাপকদের, প্রতিবাদে উপাচার্যের ঘরে তালা দিয়ে বিক্ষোভ!

Last Updated:

Guest Professors Agitation: অতিথি অধ্যাপকদের বেতন বকেয়া থাকা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে। বলা হয়েছে, অতিথি অধ্যাপকদের কাগজপত্র খতিয়ে দেখতে গিয়ে কিছু গরমিল খুঁজে পাওয়া গিয়েছে

+
দক্ষিণ

দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

দক্ষিণ দিনাজপুর: অতিথি অধ্যাপকরা গত দু’মাস ধরে বেতন পাচ্ছেন না। তাই নিয়েই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। অবিলম্বে বকেয়া বেতন দিতে হবে, এই দাবি তুলে অতিথি অধ্যাপকরা উপাচার্য ও রেজিস্ট্রারের ঘর তালা বন্ধ করে বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয় চত্বরে।
যদিও অতিথি অধ্যাপকদের বেতন বকেয়া থাকা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে। বলা হয়েছে, অতিথি অধ্যাপকদের কাগজপত্র খতিয়ে দেখতে গিয়ে কিছু গরমিল খুঁজে পাওয়া গিয়েছে। এরপরই সমস্ত অতিথি অধ্যাপকদের কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেই কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮ জন অতিথি অধ্যাপক রয়েছেন। কয়েকজন অন্য কলেজের অধ্যাপক। এর মধ্যে ১০-১২ জন অতিথি অধ্যাপক সব থেকে বেশি সমস্যায় পড়েছেন। কারণ এঁদের এই বিশ্ববিদ্যালয়ের বেতনের উপর‌ই ভরসা করে সংসার চলে। দু’মাস ধরে বেতন না পাওয়ায় তাঁদের সংসারে কার্যত হাঁড়ির হাল। কেন বেতন হচ্ছে না তার কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিশিয়ালি জানায়নি বলে অতিথি অধ্যাপকদের অভিযোগ। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র বলেন, এই সমস্ত শিক্ষকদের নিয়োগ হয়েছিল প্রথম উপাচার্যের আমলে। এতদিন তাঁরা বেতন পেয়ে এসেছেন সঠিকভাবেই। হঠাৎ করে তাঁদের বেতন বন্ধ হয়ে যাওয়াটা অমানবিক। কিন্তু কাগজপত্র সঠিক থাকাটাও বাঞ্ছনীয়। তিনি জানান যত দ্রুত সম্ভব সমস্যা মিটিয়ে ফেলা হবে।
advertisement
জানা গিয়েছে, প্রায় মাস তিনেক আগে রেজিস্ট্রারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন কৌশিক মাজি। তিনি দায়িত্বভার গ্রহণ করেই কর্মরত শিক্ষকদের কাগজপত্র খতিয়ে দেখা শুরু করেন। আর তা করতে গিয়েই কিছু গরমিল খুঁজে পান। যে পদ্ধতিতে নিয়োগ করা উচিৎ সেই পদ্ধতি সঠিকভাবে মেনে চলা হয়নি বলে তিনি মনে করছেন। তাই কাগজপত্র তিনি পাঠিয়েছেন উচ্চশিক্ষা দফতরে। সেখান থেকে সবুজ সঙ্কেত পেলেই শিক্ষকদের বেতন আবার চালু করা হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার কৌশিক মাজি।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Guest Professors Agitation: দু'মাস ধরে বেতন হচ্ছে না অতিথি অধ্যাপকদের, প্রতিবাদে উপাচার্যের ঘরে তালা দিয়ে বিক্ষোভ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement