North Bengal news: প্রত্যন্ত গ্রামের কোনও স্কুল নয়, এবারে পরিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার খোদ বিশ্ববিদ্যালয়ে

Last Updated:

North Bengal news: উচ্চ শিক্ষার ক্ষেত্রে তিনটি জেলার প্রায় তিন হাজার পড়ুয়ারা নির্ভরশীল এই বিশ্ববিদ্যালয়ের উপর। প্রায় ৮ মাস ধরে পরিশুদ্ধ পানীয় জলের সমস্যা এই বিশ্ববিদ্যালয়ে। যার জেরে সমস্যায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অচল
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অচল
মালদহ: প্রত্যন্ত গ্রামের কোন স্কুল নয়, জলের জন্য হাহাকার খোদ বিশ্ববিদ্যালয়। প্রায় ৮ মাস ধরে পরিশুদ্ধ পানীয় জলের সমস্যার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ না হওয়ায়, অবশেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস ঘেরাও করে পরিশুদ্ধ পানীয় জলের দাবি নিয়ে বিক্ষোভ দেখাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনা।
advertisement
advertisement
মালদহ-সহ পাশের ৩টি জেলার প্রায় ৩০০০ পড়ুয়ারা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করতে আসেন মালদহের এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের ছাত্রী অনুস্মিতা দাস বলেন, “দীর্ঘদিন ধরে অচল রয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক পরিকাঠামো। বিশেষত কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের ভবনের পরিশুদ্ধ পানীয় জল প্রায় ৮ মাস ধরে বন্ধ। এই গরমে জলের জন্য গলা শুকিয়ে যায়। বাড়ি থেকে এক বোতল জল আনলেও, সেই বোতলের জল শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়। এই বিষয় নিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও, কোনরকম সদুত্তর মেলেনি। তাই রেজিস্ট্রার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে।”
advertisement
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, “করোনা কালের সময়ের পর থেকেই বিভিন্ন মেশিনগুলি অচল অবস্থায় রয়েছে। পানীয় জলের বিষয়ে নিয়ে উচ্চ শিক্ষা দফতর এবং PHE দফতরকে চিঠি করা হয়েছে। পাশাপাশি পৌরসভার চেয়ারম্যানও আমাদের আশ্বাস দিয়েছেন পানীয় জলের লাইন ঠিক করে দেওয়ার জন্য। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।”
advertisement
মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মোট ২৩টি কলেজ পড়ুয়াদের একমাত্র ভরসা এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। স্নাতকের পর উচ্চ শিক্ষা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য প্রতিবছরই প্রায় কয়েক হাজার পড়ুয়ারা ভর্তি হন এই বিশ্ববিদ্যালয়ে। জিএম মোমিন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal news: প্রত্যন্ত গ্রামের কোনও স্কুল নয়, এবারে পরিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার খোদ বিশ্ববিদ্যালয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement