হোম /খবর /উত্তরবঙ্গ /
জাল গোটাতেই চমক! গঙ্গায় ৯১ কেজি ওজনের বিশাল মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে

Gigantic Fish: জাল গোটাতেই চমক ! গঙ্গায় ৯১ কেজি ওজনের বিশাল মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে

গঙ্গার বিশাল আকারের ওই মাছ কেনার জন্য এদিন থেকেই যোগাযোগ শুরু করেন অনেক মৎস্যপ্রেমী

গঙ্গার বিশাল আকারের ওই মাছ কেনার জন্য এদিন থেকেই যোগাযোগ শুরু করেন অনেক মৎস্যপ্রেমী

Gigantic Fish: মাছ দেখতে উৎসুক মানুষের ভিড়। পাইকারি বাজারে বিক্রি হল ৩০ হাজার টাকায়।

  • Share this:

মালদহ : মালদহে গঙ্গায় ধরা পড়ল বিশাল আকৃতির মাছ। ৯১ কেজি ওজনের বাঘার মাছ জেলেদের জালে। মাছ দেখতে উপচে পড়া ভিড় মালদহের আড়তে। জানা গিয়েছে, মানিকচকের মণিহারী এলাকায় গঙ্গায় মাছ ধরতে গিয়ে জেলে দের জালে ওঠে বিশালাকার এই মাছটি। ওজন করে দেখা যায় এর ওজন ৯১ কেজি। মানিকচক থেকে এক পাইকারি মাছ বিক্রেতা ৩০ হাজার টাকায় মাছ কিনে আনেন মালদহে। দীর্ঘদিন পর মালদহের আড়তে এত বড় মাপের মাছ দেখা যায়।

মাছ নড়াতে হিমশিম খেতে হয় পাঁচজনকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার মালদহের মাছ বাজারে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে মাছ বিক্রি করতে চান ব্যবসায়ী। গঙ্গার বিশাল আকারের ওই মাছ কেনার জন্য এদিন থেকেই যোগাযোগ শুরু করেন অনেক মৎস্যপ্রেমী। বিশালাকারের মাছ চাক্ষুষ করার পাশাপাশি মাছের ছবি মোবাইল ক্যামেরা বন্দি করার জন্যও হুড়োহুড়ি পড়ে।

আরও পড়ুন :  কর্পোরেট ধাঁচে অফিস খুলে রাজ্যজুড়ে প্রতারণা চালাচ্ছিল মা ও ছেলে! মিলল চোখ কপালে তোলা তথ্য

মাছ ব্যবসায়ী নুর ইসলাম মহালদার বলেন, " প্রায় এক বছর পর এদিন এত বড় মাপের বাঘার মাছ বাজারে আসে। বাংলা- বিহার সীমান্তে গঙ্গার মনিহারি এলাকায় ওই মাছ ধরা পড়ে। অন্তত ৬০০ থেকে ৭০০ টাকা প্রতি কেজি দরে বৃহস্পতিবার মাছটি খুচরো বাজারে কেটে বিক্রি করা হবে। শতাধিক মৎস্যপ্রেমী এই মাছের স্বাদ নিতে পারবেন।"

আরও পড়ুন :  পুরসভার উদ্যোগে কলকাতার পুকুরে এ বার মাছচাষের সুযোগ

মালদহের আড়তের মাছ ব্যবসায়ী মনদীপ মহালদার মানিকচক ঘাটে পাইকারি হিসেবে মাছটি কেনেন ৩০ হাজার টাকার বিনিময়ে। তিনি বলেন, " জেলেদের ফাঁস জালে মাছটি ধরা পড়ে। চার পাঁচ জন মৎস্যজীবী চেষ্টা করে মাছটিকে জল থেকে তুলতে সক্ষম হন।"  বড় মাপের মাছ ধরা পড়ার খবর পেয়ে এলাকায় পৌঁছে মাছটি কিনে নেন তিনি। এরপর ভাল দাম পাওয়ার আশায় মালদহ শহরের নেতাজি পুরবাজারে নিয়ে আসেন। কিন্তু, বেলা হয়ে যাওয়ায় এদিন মাছের দাম সেভাবে ওঠেনি। প্রচুর মানুষ ভিড় করলেও সম্পূর্ণ মাছ বিক্রি হওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়। এজন্য বৃহস্পতিবারের বাজারে মাছটি বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Fish, Malda