বন্ধুদের সঙ্গে তীর্থযাত্রা, কেদারনাথ হয়ে অযোধ্যা! সবাই বাড়ি ফিরলেও, খোঁজ নেই রাজার

Last Updated:

অনেক খোঁজাখুঁজির পরেও রাজার সন্ধান নেই। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও পাওয়া যায়নি উত্তর।

+
ছেলের

ছেলের অপেক্ষায় কাঁদছেন মা। 

দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী : তীর্থযাত্রায় গিয়ে নিখোঁজ গঙ্গারামপুরের এক যুবক। এরপরেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। ছেলের বাড়ি ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন মা ও তার পরিবার। এই ঘটনা জানাজানির পরেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ যুবকের মা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম রাজা হালদার, বয়স ২৫ বছর। তাঁর বাবা সাধন হালদার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায়। সূত্রের খবর, জুলাই মাসের ১৮ তারিখে বাড়ি থেকে কেদারনাথ যাত্রার জন্য বের হয় ওই যুবক। সঙ্গে ছিলেন এলাকার বেশ কিছু যুবক।
advertisement
advertisement
এরপরেই প্রথমে উত্তর প্রদেশের কেদারনাথ দর্শনের পর সেখান থেকে সকলে মিলে পৌঁছন অযোধ্যার রাম মন্দিরে। তবে এখানেই ঘটে বিপত্তি। তাঁর বন্ধুদের দাবি, সেখানেই রাস্তায় সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজা। তারপরে তাঁর বন্ধুরা রাজাকে অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় তাঁর সঙ্গে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিন্তু তাতেও লাভ হয়নি কিছুই। পাওয়া যায়নি ফোনের উত্তর। এরপরেই রাজাকে খুঁজে না পেয়ে ব্যর্থ হয় তাঁর বন্ধুরা বাড়িতে ফিরে আসে। প্রায় ১ মাস পেরিয়ে গেলেও রাজা আজও বাড়ি ফেরেনি। কান্নায় ভেঙে পড়েছেন রাজার মা। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বন্ধুদের সঙ্গে তীর্থযাত্রা, কেদারনাথ হয়ে অযোধ্যা! সবাই বাড়ি ফিরলেও, খোঁজ নেই রাজার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement