Fruit Price: কালীপুজোয় কি বাড়বে ফলের দাম? যা বলছেন বিক্রেতারা

Last Updated:

আপেল বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। মুসম্বি বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এছাড়া বারুইপুরের পেয়ারা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।

+
ফলের

ফলের দোকান

কোচবিহার: দু’দিন বাদেই কালীপুজো। মা কালীর আরাধনায় প্রচুর ফলের প্রয়োজন পড়বে।কাজেই বাজারে ফলের দাম নিয়ে চিন্তা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত ফলের বাজারে দামের কোনও তারতম্য হয়নি। গত কয়েকদিন ফলের দাম যা ছিল, তাই-ই রয়েছে। ফলের দাম বাড়েনি।
বাজারের এক ফল বিক্রেতা প্রদীপ রায় জানান, “বাজারে ফলের দাম এখনও বাড়েনি। তবে কালী পুজোর দিন ফলের দাম সামান্য বাড়তে পারে। বর্তমানে আপেল বিক্রি করা হচ্ছে ১২০ টাকা কেজি দরে। মুসম্বি বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এছাড়া বারুইপুরের পেয়ারা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এখনও পর্যন্ত ফলের দাম না বাড়ায় নিশ্চিন্তে রয়েছেন  ক্রেতারা। তবে ফলের দাম বাড়লেও কেজি প্রতি দশ টাকার বেশি বাড়বে  না।”
advertisement
বাজারের আরও দুই বিক্রেতা তপন দে এবং শন্তিগোপাল সাহা জানান, ” দানা-র প্রভাব খুব একটা বেশি ক্ষতি হয়নি উত্তরের ফল বাগানগুলিতে। এছাড়া এখন বাগানের ফল খুব একটা আসছে না। সব মজুত করা ফল-ই  আসছে। তাই দাম খুব একটা বাড়বে না। কালী পুজোর দিন কিছুটা বাড়তে পারে দাম। ” বাজারের এক ক্রেতা মৌসুমী রায় জানান, “ফলের দাম নাগালের মধ্যে থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছি।”
advertisement
advertisement
প্রতিবছর কালী পুজোর সময় ফলের দামে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। তবে এই বছর এখনওপর্যন্ত সেই অস্বাভাবিক দাম বৃদ্ধি হয়নি। এখন দেখার, কালীপুজোর দিনে ফলের বাজার দর কেমন থাকে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fruit Price: কালীপুজোয় কি বাড়বে ফলের দাম? যা বলছেন বিক্রেতারা
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement