North Bengal News: প্রবল বৃষ্টির জেরে সর্বনাশ! হাসপাতাল মোড় থেকে দেবাশিস কলোনি, বৃষ্টিতে ডুবল শিলিগুড়ি
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
North Bengal News: বর্ষার মাঝামাঝি সময়ে মাত্র আধঘণ্টার বৃষ্টিতেই কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল শহরের একাধিক এলাকা। রবিবার বিকেলের প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি হাঁটু জলমগ্ন হয়ে যায়।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বর্ষার মাঝামাঝি সময়ে মাত্র আধঘণ্টার বৃষ্টিতেই কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল শহরের একাধিক এলাকা। রবিবার বিকেলের প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি হাঁটু জলমগ্ন হয়ে যায়। এলাকাটি খোদ শিলিগুড়ি বিধায়কের ওয়ার্ড হওয়ায় ক্ষোভ আরও তীব্র হয়েছে স্থানীয়দের মধ্যে।
advertisement
advertisement
শুধু দেবাশীষ কলোনিই নয়, শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকাতেও দেখা মিলেছে একই চিত্র। শিলিগুড়ি হাসপাতাল মোড়, জেলা হাসপাতালের পাশের রাস্তা, কলেজপাড়া, হায়দারপাড়া ও বাঘাযতীন পার্ক সংলগ্ন অংশ—সবখানেই জমে ওঠে বৃষ্টির জল। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে থাকায় রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। কয়েক বছর ধরেই বর্ষাকালে প্রবল বৃষ্টি নামলেই এই এলাকাগুলিতে জল দাঁড়িয়ে যায়। আগে একাধিকবার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ ও বিক্ষোভ করেছেন। প্রশাসনের তরফে সমাধানের আশ্বাস মিললেও কার্যকর কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি। ফলে বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।
advertisement
বৃষ্টির সময় নিকাশি ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছে বলেই দাবি এলাকার মানুষের। অনেকে বলেছেন, “বর্ষার সময় এভাবে জল জমে গেলে বাড়ির বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ে। শিশুরা স্কুলে যেতে পারে না, ব্যবসায়ীরা দোকান খুলতে পারে না।”
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জলমগ্ন রাস্তাঘাট ও যানবাহনের ভিডিও। শহরের বাসিন্দারা প্রশ্ন তুলছেন—“বর্ষা তো এখনই শুরু হয়েছে, সামনে আরও কতবার এই দুর্ভোগের মুখে পড়তে হবে?”
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2025 8:27 PM IST








