Extra Marital Affair: পরকীয়ায় মত্ত স্বামী, অন্য মহিলার সঙ্গে..., বাধা দিতেই নৃশংসভাবে খুন তৃণমৃলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে

Last Updated:

Extra Marital Affair: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে খুন! তৃণমৃলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

Agra Woman killed her husband with lover for propertyImage: News18
Agra Woman killed her husband with lover for propertyImage: News18
মালদহ: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে খুন! তৃণমৃলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের চাড়ালু গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃতার নাম বিলকিস বিবি(৩৮)। তাঁর স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, বাড়ির পাশে বিয়ে হওয়া এক আত্মীয়ের সঙ্গে পরকিয়ায় জড়ায় মোস্তাফিজুর।
advertisement
advertisement
তিনমাস আগে তাকে নিয়ে চলেও যায় ভিনরাজ্যে। সম্প্রতি গ্রামে ফিরে দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে বাড়িতে আসে মোস্তাফিজুর। এরপর থেকেই প্রথম পক্ষের স্ত্রীর উপর অত্যাচার শুরু হয় বলে দাবি।
advertisement
শেষে সোমবার রাতে শোওয়ার ঘরে বিলকিসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। এ নিয়ে অভিযুক্ত জামাই-সহ চারজনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ করেছেন মৃতার বাবা সাহাবুদ্দিন। তিনি উপযুক্ত শাস্তিরও দাবি জানিয়ছেন।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Extra Marital Affair: পরকীয়ায় মত্ত স্বামী, অন্য মহিলার সঙ্গে..., বাধা দিতেই নৃশংসভাবে খুন তৃণমৃলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement