Extra Marital Affair: পরকীয়ায় মত্ত স্বামী, অন্য মহিলার সঙ্গে..., বাধা দিতেই নৃশংসভাবে খুন তৃণমৃলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে
- Reported by:Sebak Deb Sarma
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Extra Marital Affair: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে খুন! তৃণমৃলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
মালদহ: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে খুন! তৃণমৃলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের চাড়ালু গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃতার নাম বিলকিস বিবি(৩৮)। তাঁর স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, বাড়ির পাশে বিয়ে হওয়া এক আত্মীয়ের সঙ্গে পরকিয়ায় জড়ায় মোস্তাফিজুর।
advertisement
advertisement
তিনমাস আগে তাকে নিয়ে চলেও যায় ভিনরাজ্যে। সম্প্রতি গ্রামে ফিরে দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে বাড়িতে আসে মোস্তাফিজুর। এরপর থেকেই প্রথম পক্ষের স্ত্রীর উপর অত্যাচার শুরু হয় বলে দাবি।
advertisement
শেষে সোমবার রাতে শোওয়ার ঘরে বিলকিসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। এ নিয়ে অভিযুক্ত জামাই-সহ চারজনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ করেছেন মৃতার বাবা সাহাবুদ্দিন। তিনি উপযুক্ত শাস্তিরও দাবি জানিয়ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 5:48 PM IST









