৮০ প্রজাতির পরিযায়ী পাখি! অপূর্ব দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন নদীতীরে 

Last Updated:

Migrant birds- দক্ষিণ দিনাজপুর বনদফতরের উদ্যোগে শুরু হল পাখি গণনা। বালুরঘাটে ও আত্রেয়ী নদী সহ অন্যান্য নদীর বক্ষ ও নদী তীরবর্তী ফরেস্ট গুলিতে বাড়ছে পরিযায়ী পাখিদের আনাগোনা।

+
পরীযায়ী

পরীযায়ী পাখিদের খোঁজেই এবারে সমীক্ষা ও গণনা শুরু করল বনদফতর

দক্ষিণ দিনাজপুর : শীত পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলায় দলে দলে ছুটে আসছে পরিযায়ী পাখিদের দল। বালুরঘাটে ও আত্রেয়ী নদী-সহ অন্য নদীর বক্ষ ও নদী তীরবর্তী ফরেস্টগুলিতে বাড়ছে পরিযায়ী পাখিদের আনাগোনা।
নানা প্রজাতির সেই পাখিগুলির সহজেই দেখা মিলছে। তাই পরীযায়ী পাখিদের খোঁজেই এবারে সমীক্ষা ও গণনা শুরু করল বনদফতর। বালুরঘাটের আত্রেয়ী নদীর ড্যাম থেকে একেবারে নদীর তীরবর্তী ডাঙ্গি ফরেস্ট, বালুরঘাটের ফরেস্টগুলি থেকে শুরু করে তপনের গুড়াইল ফরেস্ট নানা জায়গায় ওই টিমগুলি ঘুরতে শুরু করেছে ইতিমধ্যেই। যেখানে পারপেল, সাম্পইন, লংটেল জাকানা, মুরহেন, ব্ল্যাকইট, লেসার হুইন্সেলিং ডাক, ব্রামিনীকাইট, প্লেনপিনিয়া, ব্রোঞ্জটেইল জাকানা মিলিয়ে অন্তত ৮০ প্রজাতির পাখির দেখা মিলেছে বালুরঘাট-সহ তার আশেপাশের এলাকায়। বিরল প্রজাতির এই পরিযায়ী পাখিগুলির আনাগোনা জানান দেয় ঋতু পরিবর্তনের সময়সূচীর।
advertisement
আরও পড়ুন- বাসে চড়ে কোচবিহার থেকে জলপাইগুড়ি ‌যাচ্ছিলেন! পুলিশ ধরতেই ‌যা জানা গেল…
এবিষয়ে পক্ষী বিশেষজ্ঞ বিশ্বজিৎ বসাত জানান, “শীতে এই জেলায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এবার আরও পাখির দেখা মিলছে যা খুব ভাল দিক জীববৈচিত্রে। বেশ কিছু পরিচিত পাখি রয়েছে যারা পথ হারিয়ে ফেলে। বাকিরা দলের সঙ্গে নির্দিষ্ট সময় ফিরে যায়। আবার নির্দিষ্ট সময় তারা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জলাশয়ে এসে কলরবে ভরিয়ে তোলে।”
advertisement
advertisement
মূলত, এই সমীক্ষা ও গণনার মাধ্যমে কোন এলাকায় কোন প্রজাতির পাখি কেন বাড়ছে এবং পাখিদের থাকার ভাল পরিবেশ ও খাদ্যের জোগানের কথা ভাববে বনদফতর। জেলার বিভিন্ন জলাশয় গুলিতে প্রতিবছর শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে এবং এই জলাশয় গুলিতে আশ্রয় নেয়।
আরও পড়ুন- শীতের বাজারে এক প্রশ্নই ঘামাবে?দার্জিলিং চায়ের স্বাদ কত রকমের? সরাসরি চ্যালেঞ্জ
প্রতিবছরই সেই সংখ্যা বাড়ছে। আসছে নতুন নতুন প্রজাতি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই পরিযায়ী পাখিদের বিশেষ ভূমিকা রয়েছে। যে কারণে দক্ষিণ দিনাজপুর বনবিভাগ এবং তার সঙ্গে আরও তিনটি স্বেচ্ছাসেবী সংস্থা পাখি চিহ্নিতকরণ ও গণনার কাজ শুরু করেছে। শুধু তাই নয় এই অপূর্ব দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন জলাশয়ের পাশে।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
৮০ প্রজাতির পরিযায়ী পাখি! অপূর্ব দৃশ্য দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন নদীতীরে 
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement