India Bangladesh news: বাসে চড়ে কোচবিহার থেকে জলপাইগুড়ি যাচ্ছিলেন! পুলিশ ধরতেই যা জানা গেল...
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
India Bangladesh news: শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার কোতয়ালি থানার পুলিশ বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে।
জলপাইগুড়ি: শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার কোতয়ালি থানার পুলিশ বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে।
তারা একটি বাসে চেপে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি আসছিল। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, গোপন সূত্রের ভিত্তিতে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে এই ৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে এবং আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে অস্থিরতার জেরে বহু মানুষ সীমান্ত পেরিয়ে এপারে চলে আসছেন বেআইনি ভাবে। নজরে পড়লেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2025 5:25 PM IST










