Jalpaiguri News: হাতি তাড়াবে মৌমাছি! ডুয়ার্সে বনদফতরের অভিনব প্রকল্পে মিলছে জীবিকার নতুন পথ
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
Jalpaiguri News: হাতির আক্রমণ রুখতে বনবস্তি এলাকা গুলোয় ঘুরে বেড়াবে হাতির চরম শত্রু! এই শত্রুরাই আবার অর্থ উপার্জনের নয়া দিশা দেখাবে এলাকার বাসিন্দাদের।
জলপাইগুড়ি: হাতির আক্রমণ রুখতে বনবস্তি এলাকাগুলোয় ঘুরে বেড়াবে হাতির চরম শত্রু! এই শত্রুরাই আবার অর্থ উপার্জনের নয়া দিশা দেখাবে এলাকার বাসিন্দাদের। অবাক হচ্ছেন? ভাবছেন এই শত্রুটি কে? হাতির আক্রমনে হাত থেকে বাঁচতে বনদফতরের অভিনব ভাবনা “মৌমাছি প্রতিপালন” কিন্তু কেন মৌমাছিকে হাতির শত্রু বলা হচ্ছে জানেন?
গবেষণা বলছে, মৌমাছির গুঞ্জন ও কামড় থেকে হাতিরা দূরে থাকতে চায়। সেই প্রাকৃতিক ভয়কে কাজে লাগিয়ে হাতিকে জঙ্গলেই আটকে রাখার পরিকল্পনা নিয়েছে বনদফতর। তাই হাতির উপদ্রব রুখে জীবিকাযর সহায়তায় ডুয়ার্সে বনদফতরের অভিনব প্রকল্প। ডুয়ার্সের জঙ্গল লাগোয়া বনবস্তিগুলিতে বছরভর হাতির উপদ্রব নতুন কিছু নয়। ফসলের ক্ষতি, ঘরবাড়ি ভাঙচুর, রাতভর আতঙ্ক—এই চিরচেনা দুর্ভোগের এবার এক নতুন সমাধান খুঁজে পেল রাজ্য বনদফতর।
advertisement
লাটাগুড়ি রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত এবং জলপাইগুড়ির ডিএফও বিকাশ ভির পরিকল্পনায় গড়ে উঠেছে এক অভিনব “মৌমাছি প্রতিপালন প্রকল্প”। যেখানে হাতির স্বভাবকেই হাতিয়ার করছে বনদফতর। এই প্রকল্পে লাটাগুড়ি রেঞ্জের ৬টি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে ‘এলিফ্যান্ট সেফ সোসাইটি’ নামে একটি পরিবেশবান্ধব এনজিও। স্থানীয় বাসিন্দারা এখন শিখছেন মৌমাছি পালন, মৌচাক তৈরি ও মধু সংগ্রহ।
advertisement
advertisement
বনদফতরের প্রতিশ্রুতি—এই মধু স্থানীয় বাজারে বিক্রির ব্যবস্থাও করা হবে, যাতে বনবাসীরা পান বিকল্প আয়ের পথ। এই দুই দিক—প্রাকৃতিক উপায়ে হাতির উপদ্রব রোধ এবং জীবিকার বিকল্প—দুটিকেই একসঙ্গে মিলিয়ে প্রকল্পটি তৈরি হয়েছে। আপাতত পরীক্ষামূলক হলেও সফল হলে এই প্রকল্প ছড়িয়ে পড়বে গোটা ডুয়ার্সে। পরিবেশ রক্ষা ও মানবিক সহায়তার মিলিত পদক্ষেপে বনদফতরের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে পরিবেশবিদ মহলে। হয়তো এইবার জঙ্গলপারের রাতগুলো একটু শান্তিতে কাটবে!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 17, 2025 8:54 PM IST









