IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই খারাপ খবর! চোটের কারণে ছিটকে গেলেন ২ ভারতীয় ক্রিকেটার, বদলি ঘোষণা বোর্ডের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: একদিকে যখন ভারতীয় সিনিয়র ইংল্যান্ডে সফরে ব্যস্ত থাকবে, ঠিক একই সময় ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলও থাকবে ইংল্যান্ড সফরে। কিন্তু সফর শুরুর আগেই ভারতীয় দলে খারাপ খবর।
২০ জুন থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেডিংলিতে মুখোমুখি হবে শুভমান গিল ও বেন স্টোকসের দল। একদিকে যখন ভারতীয় সিনিয়র ইংল্যান্ডে সফরে ব্যস্ত থাকবে, ঠিক একই সময় ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলও থাকবে ইংল্যান্ড সফরে। কিন্তু সফর শুরুর আগেই ভারতীয় দলে খারাপ খবর।
ভারতের ছোটরাও বিদেশের মাটিতে নিজেদের শক্তি প্রদর্শন করবে ও ভবিষ্যতের তারকা হয়ে ওঠার পথ প্রশস্ত করবে। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ইংল্যান্ড সফরে থাকবে, যেখানে তারা ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ, পাঁচটি যুব ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে।
advertisement
ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সফর শুরুর আগেই বড় ধাক্কা খেতে হয়েছে। চোটের কারণে সফর থেকে ছিটকে গিয়েছেন দুই তরুণ ক্রিকেটার। আদিত্য রানা ও খিলান প্যাটেল বাদ পড়েছেন স্কোয়াড থেকে। ইতিমধ্যেই তাদের বদলি হিসেবে প্লেয়ারের নামও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন স্ট্যান্ডবাই তালিকায় থাকা ডি.দীপেশ ও নমন পুষ্পক।
advertisement
advertisement
প্রসঙ্গত, সফরের সূচি অনুযায়ী, ভারত ২৪ জুন লফবরো বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৭ জুন হোভে প্রথম ওয়ানডে, ৩০ জুন ও ২ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে নর্থহ্যাম্পটন এবং ৫ ও ৭ জুলাই ওরচেস্টারে শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। দুটি লাল-বলের ম্যাচ হবে ১২ ও ২০ জুলাই, যথাক্রমে বেকেনহ্যাম ও চেমসফোর্ডে। এই সফর তরুণ প্রতিভাদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার একটি দুর্দান্ত সুযোগ।
advertisement
আপডেট হওয়া ভারতের অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌল্যরাজ সিং চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক, হরবংশ সিং (উইকেটরক্ষক), আর.এস. অম্বরীশ,কনিষ্ক চৌহান, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, এনজিত সিং, মহাম্মদ সিং, প্রণিদন, ডি. দীপেশ, নমন পুষ্পক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2025 7:47 PM IST