IND vs ENG: দূরে থাকতে পারলেন না বেশি দিন! ইংল্যান্ডেই ভারতীয় দলের 'সাথ' দিলেন কোহলি!

Last Updated:

IND vs ENG: ২০ জুন থেকে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে। তার আগে বিরাট কোহলি ইংল্যান্ড সফরে এমন একটি কাজ করেছেন, যা সকলের কাছে প্রশংসীত হচ্ছে।

Symbolic image
Symbolic image
বিরাট কোহলি ও রোহিত শর্মার হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ফলে ভারতীয় টেস্ট দল এখন এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছে। ২০ জুন থেকে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজেই প্রথমবার টেস্ট দলে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে শুভমান গিলকে। ফলে এটি তার জন্যও একটি বড় পরীক্ষা হতে চলেছে।
বর্তমানে বিরাট কোহলি এখন আর টেস্ট দলের অংশ নন। তারপরও তিনি ইংল্যান্ড সফরে এমন একটি কাজ করেছেন, যা সকলের কাছে প্রশংসীত হচ্ছে। জানা গেছে, বিপাট কোহলি লন্ডনে নিজের বাড়িতে টিম ইন্ডিয়ার কিছু খেলোয়াড়কে নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন। এবং সেখানে সকলকে গুরুত্বপূর্ণ টিপস দেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন নতুন অধিনায়ক শুভমান গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্থ, মহম্মদ সিরাজসহ আরও কিছু তরুণ খেলোয়াড়। প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই বৈঠকে কোহলি নিজের অভিজ্ঞতা ও কৌশল শেয়ার করেন এবং ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে কীভাবে সফলভাবে পারফর্ম করতে হয়, সেই সম্পর্কে দিক নির্দেশনা দেন। তিনি খেলোয়াড়দের একজোট হয়ে খেলার পরামর্শও দেন।
advertisement
advertisement
প্রসঙ্গত ভারতীয় দল এখন সিরিজের প্রথম ম্যাচের জন্য লিডসের হেডিংলি মাঠে প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজ শুধু অধিনায়ক গিল নয়, পুরো দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবার তাদের পারফর্ম করতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনদের মত অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া। তবে কোহলির এই উদ্যোগ আবারও প্রমাণ করল, মাঠে না থাকলেও ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা আগের মতোই অটুট।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: দূরে থাকতে পারলেন না বেশি দিন! ইংল্যান্ডেই ভারতীয় দলের 'সাথ' দিলেন কোহলি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement