Jalpaiguri News: ছাগলের লোভ সামলাতে না পারার ফল! যা হল লেপার্ডের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
আস্ত ছাগল খেয়ে ফেলল লেপার্ড আর তারপর যা ঘটল...
জলপাইগুড়ি: আস্ত ছাগল খেয়ে ফেলল লেপার্ড, আর সেই ছাগলেই কাল হল লেপার্ডের জীবন। সন্ধ্যা নামলে বাড়ি থেকে বেরোনো দায় হয়ে পড়েছিল কিলকোট চা বাগানের শ্রমিকদের! আতঙ্কের মধ্যে দিয়ে দিনযাপন করছিল সেই এলাকার চা বাগানের শ্রমিকরা। কারণ যখন তখন আক্রমণ করছে চা বাগানের শ্রমিকদের উপর লেপার্ড বিভিন্ন চা বাগানগুলিতে। কিলকোট বাগানেও দেখা মিলেছিল লেপার্ড। সেই লেপার্ডকে খাঁচা বন্দি করতে পারছিল না চা বাগান কর্তৃপক্ষ।
তারপর খবর দেওয়া হয় বন দফতরকে। ছাগলের টোপে খাঁচা বন্দি হল সেই লেপার্ডটি। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে লেপার্ড আতঙ্ক ছড়িয়েছিল। চা বাগানের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন করা হয়। গত দুই দিন আগে চা বাগানের ১১ নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখে বন দফতর।
advertisement
advertisement
মঙ্গলবার সকালে ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে লেপার্ড। খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা পৌঁছে চিতা বাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর লেপার্ডটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 1:19 PM IST

